আইএসএল নিয়ে জট! একযোগে আওয়াজ তুললেন সুনীল ছেত্রীরা

November 11, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫৬: ভারতীয় ফুটবলে এখন ঘনাচ্ছে অনিশ্চয়তার মেঘ। মরশুমের মাঝপথে দাঁড়িয়ে আজ প্রশ্ন একটাই— কবে শুরু হবে দেশের সেরা লিগ আইএসএল? প্রশাসনিক জটিলতা, টেন্ডার বিভ্রাট আর সময়ের জেরে বিপাকে পড়েছেন দেশের ফুটবলাররা। মাঠের লড়াই নয়, এখন তাঁদের সবচেয়ে বড় যুদ্ধ খেলাটাকেই বাঁচিয়ে রাখার।

মঙ্গলবার হঠাৎ করেই ভারতীয় ফুটবলের পরিচিত মুখরা একসঙ্গে আওয়াজ তুলেছেন। দেশের বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা একযোগে জানিয়েছেন— প্রতিযোগিতামূলক ফুটবল এখনই ফেরানো দরকার। দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা আর নিষ্ক্রিয়তা তাঁদের মানসিক ও পেশাগত অবস্থাকেও প্রভাবিত করছে। আইএসএল-কে ঘিরে এতদিনের প্রস্তুতি, অনুশীলন, দলগঠন— সব যেন ঝুলে আছে অনির্দিষ্ট সময়ের ফাঁদে।

ফেডারেশনের তরফে ৭ নভেম্বর পর্যন্ত বিড জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হলেও, নির্দিষ্ট দিনে কোনো সংস্থা আগ্রহ দেখায়নি। ফলে টুর্নামেন্ট আদৌ অনুষ্ঠিত হবে কিনা, বা হলে কবে থেকে, তা নিয়ে দ্বন্দ্ব বাড়ছে। ইতিমধ্যেই কিছু ক্লাব অনুশীলন বন্ধ রেখেছে, কিছু দল কার্যত ছুটি ঘোষণা করেছে। আর ফুটবলারদের মনে একটাই প্রশ্ন সামনে পথ কোন দিকে?

যেখানে গোটা দেশের সমর্থকরা অপেক্ষা করছেন প্রিয় ক্লাবগুলির খেলা দেখার, সেখানে ফুটবলারদের একটাই দাবি দেরি না করে মাঠে ফেরানো হোক ফুটবলকে। কারণ তাঁদের কাছে খেলাই এখন একমাত্র ভাষা, একমাত্র উত্তর। প্রশাসনিক দড়ি টানাটানির মধ্যে না পড়ে, খেলার আত্মাটাই যেন বেঁচে থাকে— এই বার্তাই ছড়িয়ে দিয়েছেন দেশের ফুটবলাররা।

শেষে প্রশ্নটা থেকেই যায়— ভারতীয় ফুটবলের এই দুঃসময় থেকে বেরিয়ে আসতে কতটা দ্রুত পদক্ষেপ নেবে ফেডারেশন? মাঠে ফেরার অপেক্ষায় এখন গোটা ভারতীয় ফুটবল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen