SIR-র জন্য ফেরার কথা ছিল! অসমে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮.৪০: এসআইআরের স্বপ্ন অপূর্ণই রইল। বাড়ি ফেরার আগেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। অসমে কাজে গিয়েছিলেন ফরাক্কা ব্লকের খোদাবন্দপুর গ্রামের পরিযায়ী শ্রমিক সেলিম শেখের (৩৮)। সোমবার সন্ধ্যায় কেনাকাটির সময় রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
মঙ্গলবার সকালে মৃত্যুর খবর পৌঁছতেই শোকস্তব্ধ হয়ে পড়ে সেলিমের পরিবার। স্ত্রী মিমেরা খাতুন ও তিন নাবালক সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন পরিবার। সেলিম ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে। জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
মিমেরা জানান, “সোমবার বিকেলেও ফোনে কথা হয়েছিল। এসআইআরের কাজের জন্য দিন দু’য়েকের মধ্যে বাড়ি ফেরার কথা বলেছিলেন।” কিন্তু রাত ১০টার পর গুয়াহাটি থেকে আসে সেই দুঃসংবাদ।
মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা মহসিনা খাতুনের স্বামী শহিদুল ইসলাম জানান, “ময়নাতদন্তের পর মঙ্গলবার দুপুরে সেলিমের দেহ অ্যাম্বুল্যান্সে করে রওনা দিয়েছে। বুধবার ভোরে দেহ গ্রামে পৌঁছবে।”