BLA নিয়োগে নিয়ম বদল, ‘বিজেপির সুবিধা করে দিচ্ছে’ কমিশন, তোপ তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:০০: বাংলা-সহ একাধিক রাজ্যে যখন বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া চলছে, ঠিক তখনই বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়মে বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন। ২০২৩ সালের গাইডলাইন সংশোধন করে কমিশন জানিয়েছে, আর বিএলএ-কে সেই নির্দিষ্ট বুথের ভোটার হতে হবে না। সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের যেকোনও ভোটারই ওই বুথের বিএলএ হতে পারবেন।
কমিশনের নির্দেশে বলা হয়েছে, নতুন নিয়ম মূলত সেইসব রাজ্যের কথা মাথায় রেখে করা হয়েছে, যেখানে বিরোধীরা সাংগঠনিকভাবে দুর্বল এবং প্রতিটি বুথে এজেন্ট নিয়োগে সমস্যায় পড়ছে। বিএলএ-রা এখন থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের খসড়া ভোটার তালিকা যাচাই করে মৃত বা স্থানান্তরিত ভোটারদের নামও চিহ্নিত করতে পারবেন।
এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। দলের অভিযোগ, বিজেপির ( BJP) সুবিধার জন্যই কমিশন এই পরিবর্তন করেছে। তৃণমূলের বক্তব্য, “নির্বাচন কমিশন ধূর্ততার সঙ্গে নিয়ম বদল করেছে। যখন বিএলওদের ওই বুথের বাসিন্দা হওয়া বাধ্যতামূলক, তখন বিএলএদের ক্ষেত্রে এই ছাড় কেন? বিজেপি বুথে বুথে এজেন্ট পাচ্ছে না বলেই এই নিয়ম আনা হয়েছে।”
তৃণমূল আরও দাবি করেছে, একসময় যে কমিশন স্বাধীনভাবে কাজ করত, এখন তারা “বিজেপির নির্দেশে চলছে।”
তৃণমূলের বক্তব্য, “একসময় স্বাধীন সাংবিধানিক সংস্থা ছিল নির্বাচন কমিশন, আজ তা পরিণত হয়েছে শাসক দলের হাতিয়ারে।” দলের আরও অভিযোগ, অমিত শাহের মন্ত্রকের এক প্রাক্তন সচিবকে প্রধান নির্বাচন কমিশনার করার পর থেকেই কমিশনের সিদ্ধান্তে পক্ষপাতের ছাপ স্পষ্ট।
দলের বক্তব্যে তীব্র কটাক্ষও শোনা যায়-“বিজেপি জানে, যখন জিততে পারবে না, তখন আম্পায়ারকেই কিনে নাও।”
নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায় নি।