হাসপাতালে গোবিন্দা, কী হয়েছে অভিনেতার?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩৭: হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা গোবিন্দা। মঙ্গলবার গভীর রাতে নিজের বাসভবনে জ্ঞান হারান তিনি। তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল তরফে জানা গিয়েছে, আপাতত স্থিতিশীল রয়েছেন অভিনেতা। তাঁর রক্তের নমুনা ও ইসিজি সহ একাধিক শারীরিক পরীক্ষা হয়েছে। রিপোর্ট এলে পরবর্তী চিকিৎসা শুরু করা হবে। একটি মেডিকেল বোর্ডও গঠন করা হবে বলে জানা যাচ্ছে।
গোবিন্দার আইনজীবী বন্ধু ললিত বিন্দাল জানিয়েছেন, ‘হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে যখন গোবিন্দাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি অস্বস্তি বোধ করছিলেন। সমস্ত ধরনের পরীক্ষা হয়েছে। রিপোর্ট এখনও হাতে আসেনি। তবে কিছুটা সুস্থ রয়েছে ও।’
উল্লেখ্য, বিগত বছরের অক্টোবরে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গোবিন্দা। নিজ বাসভবনে লাইসেন্স প্রাপ্ত বন্দুক পরিষ্কার করতে গিয়ে আচমকা গুলি চলে তাঁর হাত থেকে। পায়ে গুলি লাগে অভিনেতার। চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।