হাসপাতাল থেকে ছাড়া পেলেন ধর্মেন্দ্র, আপাতত বাড়িতেই চলবে চিকিৎসা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪৫: হাসপাতাল থেকে ছাড়া পেলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। মুইম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। জানা যাচ্ছে, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত বাড়ি থেকে তাঁর চিকিৎসা চলবে।
মঙ্গলবার সাতসকালে প্রবীণ অভিনেতার মৃত্যুর ভুয়ো খরব ছড়িয়ে পড়েছিল সর্বত্র। মৃত্যুর ভুয়ো খবর নস্যাৎ করে দিয়ে ক্ষোভ উগড়ে দেন অভিনেত্রী তথা ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী ও কন্যা এষা দেওল।
সমাজ মাধ্যমে ধর্মেন্দ্রর কন্যা অভিনেত্রী এষা দেওল লেখেন, “গণমাধ্যমগুলি অতিরঞ্জিত করে মিথ্যে খবর ছড়াচ্ছে। আমার বাবার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল এবং উনি সুস্থ হয়ে উঠছেন। এই মুহূর্তে সকলের কাছে অনুরোধ, আমাদের পরিবারকে একটু একান্তে থাকতে দিন। বাবার দ্রুত আরোগ্য কামনা করার জন্য ধন্যবাদ।’’ অন্যদিকে, ভুয়ো মৃত্যু সংবাদে বেজায় ক্ষুব্ধ প্রবীণ অভিনেতার স্ত্রী তথা অভিনেত্রী হেমা মালিনী সমাজ মাধ্যমে লিখছেন, “যা ঘটছে, তা ক্ষমার অযোগ্য। একজন মানুষ, যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, সেরে উঠছেন। তাঁর সম্পর্কে কী করে দায়িত্ববান চ্যানেলগুলি ভুয়ো খবর ছড়ায়? এটা অত্যন্ত অশ্রদ্ধার এবং দায়িত্বজ্ঞানহীন। পরিবারকে প্রাপ্য সম্মান দিন। একান্তে থাকতে দিন।’’
আজ, বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রবীণ অভিনেতা। আপাতত বাড়ি থেকেই তাঁর চিকিৎসা চলবে বলে খবর মিলেছে।