দেশের জার্সি পেতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে, কোহলি-রোহিতের জন্য কড়া নির্দেশিকা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩৫: ভারতীয় ক্রিকেটে ফের আলোচনার কেন্দ্রে দুই তারকা—বিরাট কোহলি ও রোহিত শর্মা। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর পর বর্তমানে তাঁরা কেবল ওয়ানডে ফরম্যাটেই সক্রিয়। কিন্তু দীর্ঘ বিরতির পর তাঁদের ম্যাচ-ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে নির্বাচক মহলে। সেই কারণেই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) নয়া নির্দেশ দিয়েছে—জাতীয় দলে ফিরতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে।
চলতি মরশুমে দক্ষিণ আফ্রিকা সফরের আগে আসন্ন বিজয় হাজারে ট্রফিতে দু’জনের অংশগ্রহণ নিয়েই এখন ক্রিকেটমহলে জোর জল্পনা। জানা গিয়েছে, রোহিত ইতিমধ্যেই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন, তিনি দলের হয়ে খেলতে আগ্রহী। এমনকি প্রয়োজনে সৈয়দ মুশতাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতাতেও নামতে পারেন তিনি। অন্যদিকে, কোহলির অংশগ্রহণ এখনও অনিশ্চিত।
বিসিসিআইয়ের কাছে বিষয়টি স্পষ্ট—জাতীয় দলে সুযোগ পেতে গেলে ঘরোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ অপরিহার্য। কারণ আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ ব্যবধানে খেলোয়াড়দের ছন্দ ও ফিটনেস ধরে রাখতে এই অভ্যাসই সবচেয়ে কার্যকর।
অতীতে এমনই নির্দেশ মান্য করে রোহিত ও কোহলি দু’জনেই রণজি ট্রফিতে একাধিক ম্যাচে অংশ নিয়েছিলেন। এখন, ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের দিকে তাকিয়ে নির্বাচকেরা আবার তাঁদের কাছ থেকে একই রকম প্রতিশ্রুতি আশা করছেন।
ওয়ানডে ফরম্যাটে ভারতীয় দলের অভিজ্ঞ এই দুই স্তম্ভ আবারও ঘরোয়া মঞ্চে নেমে নিজেদের ফর্ম প্রমাণ করতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়। ২৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বিজয় হাজারে ট্রফি—সেই মঞ্চেই হয়তো মিলবে উত্তর।