অভিজিতের মন্তব্যে বিপাকে বিজেপি! পদ্মবনে ‘আগুন’ নেভাতে শমীককে দিল্লিতে জরুরি তলব

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: ২৬শের নির্বাচনের আগে অভিজিৎ- কাঁটায় বিদ্ধ বিজেপি! ৭ নভেম্বর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন পশ্চিমবঙ্গের সাংসদ ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। যার ফলে প্রবল অস্বস্তিতে পড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। বাংলায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে অভিজিৎ কার্যত দিল্লির নেতাদের বিরুদ্ধে তোপ দাগেন। তাঁর বক্তব্যে ক্ষুব্ধ হয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে (Samik Bhattacharya) জরুরি ভিত্তিতে দিল্লিতে ডেকে পাঠিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।
মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের (BL Santhosh) সঙ্গে বৈঠকে বসেন শমীক। সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার পর্যবেক্ষক সুনীল বনশলও (Sunil Bansal)। রাজ্য কমিটি গঠন নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
*আরও পড়ুন: বাংলার মানুষের মন বোঝে না দিল্লির নেতারা, বিস্ফোরক অভিযোগ তুলে BJP-র অস্বস্তি বাড়ালেন অভিজিৎ*
গত বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, ‘‘হিন্দি বলয় থেকে নেতাদের এনে বাংলায় ভোট করানো যাবে না। পশ্চিমবঙ্গের মানুষের মন, মেজাজ, তাঁদের অভিমান, এ সব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না।’’ তাঁর এই মন্তব্যে দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি সরাসরি আঙুল তোলেন তিনি। ছাব্বিশের লোকসভা ভোটের আগে এমন মন্তব্য যে দলের ক্ষতি করবে, তা মনে করছে গেরুয়া শিবিরের একাংশ।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে শমীককে নির্দেশ দেওয়া হয়েছে, ভবিষ্যতে অভিজিৎ যেন এমন মন্তব্য না করেন, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, রাজ্য নেতৃত্ব এই মন্তব্যের পর কী পদক্ষেপ নিয়েছে, তার বিস্তারিত রিপোর্টও চাওয়া হয়েছে।