মমতার চেহারা নিয়ে শান্তনুর কুরুচিকর মন্তব্য, ‘নারী বিদ্বেষই ওদের রাজনৈতিক সংস্কৃতি’, BJP-কে তোপ তৃণমূলের

November 12, 2025 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.৫০: ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। একটি জনসভায় মুখ্যমন্ত্রীর চেহারা নিয়ে ছাপার অযোগ্য ভাষায় আক্রমণ করেন তিনি। সেই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া জানায় তৃণমূল কংগ্রেস (TMC)। দলের পক্ষ থেকে দাবি করা হয়, বিজেপির (BJP) রাজনীতির মূলেই রয়েছে নারী বিদ্বেষ ও ব্যক্তিগত আক্রমণের প্রবণতা।

তৃণমূলের (TMC) অভিযোগ, শান্তনুর মন্তব্য শুধু কুরুচিকর নয়, তা রাজনৈতিক শালীনতার পরিপন্থী এবং নারীর প্রতি অবমাননাকর। দলের মুখপাত্ররা বলেন, বিজেপি যখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দৃঢ়তা ও জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ হয়, তখনই তারা ব্যক্তিগত স্তরে নেমে আসে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তৃণমূল কটাক্ষ করে, “নারীদের বিরুদ্ধে বিজেপির বিদ্বেষ নতুন নয়, বরং সেটাই ওদের রাজনৈতিক সংস্কৃতি।”

আজ, মঙ্গলবার, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) শান্তনুর নাম না করে সোশ্যাল মিডিয়ায় কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি লেখেন, “বাংলার তিনবারের মুখ্যমন্ত্রী, যাঁর উপর বাংলার মানুষ ভরসা রেখেছেন, তাঁর মুখাবয়ব নিয়ে ঘৃণ্য মন্তব্য করেছেন এক কেন্দ্রীয় মন্ত্রী। আমরা তীব্র প্রতিবাদ করছি। এধরনের কথা ভদ্র লোকে বলেন না। ওদের নেতাদের এটাই অভ্যাস।” তিনি আরও বলেন, “মানুষ এই কুরুচিকর আক্রমণের যোগ্য জবাব দেবে। গণতন্ত্রে বিশ্বাস না থাকলেও, বাংলার মানুষ গণতান্ত্রিক পথেই উত্তর দেবে। সেই দিন আসছে।”

তৃণমূলের দাবি, এই ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। অতীতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ‘দিদি ও দিদি’ মন্তব্য থেকে শুরু করে গিরিরাজ সিংয়ের ‘ঠুমকা’, সুকান্ত মজুমদারের ‘ধান্দা’ এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অশালীন মন্তব্য-সবই একই ধারার অংশ। দলটির বক্তব্য, বিজেপি রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) পরাস্ত করতে না পেরে ব্যক্তিগত আক্রমণের পথ বেছে নিচ্ছে। তবে বাংলার মানুষ ব্যালট বাক্সেই এর জবাব দেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen