রিটেনশন ডেডলাইনের আগে বড় চমক! SRH ছাড়তে পারেন শামি, কোন কোন দল তাকে নিতে মরিয়া?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩০: আইপিএল ২০২৬ নিলামের আগে সব দল এখন ব্যস্ত নিজেদের স্কোয়াড গুছিয়ে নিতে। এমন সময় যদি সানরাইজার্স হায়দরাবাদ (SRH) সিদ্ধান্ত নেয় অভিজ্ঞ পেসার *মহম্মদ শামি*কে ছেড়ে দেওয়ার, তবে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাঁর দিকে নজর রাখবে, তা বলাই যায়।
দীর্ঘ ইনজুরির পর আইপিএল ২০২৫-এ ফিরে এসেছিলেন শামি, কিন্তু সেই পুরনো ধার আর দেখা যায়নি। নয় ম্যাচে মাত্র ছয়টি উইকেট সেটিও ১১.২৩ ইকোনমি রেটে, যা তাঁর কেরিয়ারের সবচেয়ে খারাপ পরিসংখ্যান। এক সময়ের তীক্ষ্ণ ইয়র্কার আর গতি হারিয়ে ফেলেছেন তিনি। বয়সও এখন ৩৫, তাই ফিটনেসই সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন।
তবুও, অভিজ্ঞতা ও নেতৃত্বের কারণে শামি এখনও অনেক দলের কাছে গুরুত্বপূর্ণ হতে পারেন।
চেন্নাই সুপার কিংস (CSK) তাদের পেস আক্রমণ গতবার ছিল সবচেয়ে বড় দুর্বলতা। পাথিরানা বা খলিল আহমেদ নামমাত্র ভালো ফল করলেও ধারাবাহিকতা ছিল না। তাই অভিজ্ঞ শামি সেখানে নেতৃত্ব দিতে পারেন।
রাজস্থান রয়্যালস (RR)— গত মরশুমে পেস বোলিংয়ে ভয়াবহ গড়। জোফ্রা আর্চার অনিয়মিত, সনদীপ শর্মা ও তুষার দেশপান্ডে হতাশাজনক। এমন পরিস্থিতিতে শামি হতে পারেন সেই অভিজ্ঞ ভারতীয় পেসার যাঁর কাঁধে নতুনদের আস্থা বাড়বে।
কলকাতা নাইট রাইডার্স (KKR)— এখানেই শুরু হয়েছিল শামির আইপিএল কেরিয়ার। নিজের রাজ্যের দল এবং ইডেন গার্ডেন্সের পরিস্থিতি সম্পর্কে তাঁর গভীর জ্ঞান রয়েছে। হর্ষিত রানার মতো তরুণদের দিকনির্দেশ দিতে তিনি আদর্শ। উপরন্তু, বেঙ্গল সংযোগে কলকাতার সমর্থক মহলে তাঁর জনপ্রিয়তাও প্রবল।
সব মিলিয়ে, শামির অভিজ্ঞতা ও নেতৃত্ব এখনও যে কয়েকটি দলের গেমপ্ল্যান পাল্টে দিতে পারে, তা নিয়ে সন্দেহ নেই। retention deadline-এর আগে তাই নজর থাকবে, SRH তাঁকে রাখে কিনা— নাকি অন্য কোনো দল তাঁকে নতুন রঙে ফিরিয়ে আনে।