কেকেআরের কোচিং বিভাগে বড় চমক, সহকারী কোচ হিসেবে দলে এলেন শেন ওয়াটসন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩০: আইপিএল ২০২৬ মরশুমের আগে বড় সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্স। দলের সহকারী কোচ হিসেবে যোগ দিচ্ছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফে রিকি পন্টিংয়ের অধীনে কাজ করার পর আবারও আইপিএলে কোচ হিসেবে ফিরছেন তিনি। তিন বছর পর কোচিংয়ে প্রত্যাবর্তন ঘটছে ওয়াটসনের, যিনি একসময়ে বিশ্বের অন্যতম সফল টি-টোয়েন্টি অলরাউন্ডার হিসেবে পরিচিত ছিলেন।
সামনের মরশুম থেকে নতুন হেড কোচ অভিষেক নায়ারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন তিনি। এই দুই অভিজ্ঞ ক্রিকেট মস্তিষ্কের সমন্বয়ে কেকেআরের ডাগআউট আরও শক্তিশালী হতে চলেছে বলে মনে করছে অনেকেই। ওয়াটসনের বিশাল অভিজ্ঞতা—৫৯টি টেস্ট, ১৯০টি একদিনের ম্যাচ এবং ৫৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি—দলের তরুণদের কাছে বড় অনুপ্রেরণা হতে পারে।
আইপিএলে দীর্ঘ ১২টি মরশুম খেলেছেন তিনি, যার শুরু ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের ঐতিহাসিক চ্যাম্পিয়ন হওয়া মরশুমে। সেই বছরই ছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, এবং ২০১৩ সালেও ফের সেই কৃতিত্ব অর্জন করেন। অন্যদিকে, দলের মেন্টর হিসেবে থাকছেন ডুয়েন ব্রাভো, যিনি আগের মরশুমে দলের অংশ ছিলেন।
নাইট রাইডার্স সমর্থকদের কাছে এ যেন নতুন আশার সূচনা দুই প্রাক্তন তারকার অভিজ্ঞতা এবার কেকেআরের স্বপ্নপূরণের পথে বড় ভূমিকা নিতে পারে।