ওয়েবসাইটে ভুয়ো তথ্য, আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে শো-কজ নোটিস NAAC-র

November 13, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০৫: সমস্যা পিছু ছাড়ছে না আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের (Al Falah University)। দিল্লির লালকেল্লা বিস্ফোরণ (Red Fort Blast) মামলায় পরোক্ষভাবে নাম জড়ানোর পর ফের নতুন বিতর্কে ফরিদাবাদের ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভুয়ো তথ্য (False information) দিয়ে পড়ুয়াদের বিভ্রান্ত করা হচ্ছিল। সেই অভিযোগেই বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিশ পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিশন কাউন্সিল (NAAC) বা ‘ন্যাক’-এর নাম ব্যবহার করে ওয়েবসাইটে অনুমোদনের মিথ্যা দাবি করা হয়েছিল। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীন এই সংস্থাটির দায়িত্ব দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মান যাচাই করা। কিন্তু আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেই অনুমোদন না থাকলেও ওয়েবসাইটে ‘ন্যাক অ্যাক্রেডিটেড’ লেখা ছিল।

ন্যাকের তরফে পাঠানো নোটিশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা ও নথি চাওয়া হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে বিশ্ববিদ্যালয়ের আর্থিক উৎস নিয়েও তদন্ত শুরু করেছে ইডি (ED)। সূত্রের খবর, নোটিশ হাতে পাওয়ার পরপরই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নামিয়ে ফেলা হয়।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোনও আধিকারিকের মন্তব্য এখনও পাওয়া যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen