SIR-র প্রতিবাদে নভেম্বরেই পথে অভিষেক, উত্তরবঙ্গ থেকে শুরু তৃণমূলের নয়া অভিযান

November 13, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০:  ২৬শে ভোটের আগে ফের পথে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নভেম্বরের শেষ সপ্তাহেই শুরু হবে তাঁর রাজ্য জোড়া সফর। সূত্রের খবর, প্রথম গন্তব্য উত্তরবঙ্গ (North Bengal)। ২৪ নভেম্বর কোচবিহার থেকেই অভিযান শুরু করতে পারেন অভিষেক। কর্মসূচিতে থাকবে এসআইআর (SIR) ক্যাম্প পরিদর্শন, দলীয় বৈঠক ও জনসভা। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু তৃণমূল শিবিরে প্রস্তুতি তুঙ্গে।

ভোটার তালিকা (Voter list) নিয়ে বিতর্কে আগুন ছড়িয়েছে শাসক ও বিরোধী শিবিরের তর্কে। “একজনও বৈধ ভোটার বাদ গেলে তৃণমূল চুপ করে থাকবে না,”- এই হুঁশিয়ারি ইতিমধ্যেই বারবার শোনা গিয়েছে দলীয় মহল থেকে।

এসআইআরের ফর্ম বিলির দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেককে রাস্তায় দেখা গিয়েছিল। এবার মূল পর্ব চলাকালীন ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি।

উত্তরবঙ্গ তৃণমূলের কাছে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। শেষ লোকসভা ভোটে এখানেই বিজেপির (BJP) একাধিক ঘাঁটিতে থাবা বসিয়েছিল ঘাসফুল শিবির। ফলে, অভিষেকের সফর দলীয় কর্মীদের নতুন উদ্দীপনা দেবে বলেই মনে করা হচ্ছে। এর মধ্যে আবার ডুয়ার্সের ভয়াবহ বন্যা, এনআরসি নোটিস বিতর্ক ও সাম্প্রতিক এসআইআর-ঘটনাগুলি উত্তরবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিকে আরও সংবেদনশীল করেছে।

এসবের মাঝেই বিজেপিকে নিশানা করে সম্প্রতি অভিষেক বলেছিলেন, “নোটবন্দির পর ওরা ৩০৩ থেকে ২৪০-এ নেমেছে, এবার ভোটবন্দিতে নামবে ১০০-তে।” তাই কোচবিহারের সভা থেকে কী নতুন বার্তা দেন তৃণমূলের এই সেনাপতি, সেই দিকেই এখন তাকিয়ে রাজ্য রাজনীতি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen