হলুদ শাড়ি পরিহিত শার্পশুটার ‘মন্দাকিনী’ – নয়া লুকে নেট দুনিয়ায় ঝড় তুললেন প্রিয়াঙ্কা

November 13, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:০০: গ্লোবাল মঞ্চে ভারতীয় সিনেমার মুখ উজ্জ্বল করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ‘দেশী গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। নিজের প্রতিভা, অভিনয়দক্ষতা, ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক উপস্থিতি দিয়ে ভারতীয় চলচ্চিত্রকে বহু আগেই নতুন মর্যাদায় পৌঁছে দিয়েছেন তিনি। আর সেই প্রিয়াঙ্কাই এবার ফিরছেন এক চমকপ্রদ নতুন রূপে—‘মন্দাকিনী’ চরিত্রের মাধ্যমে, যার রহস্য, শক্তি ও বহুরূপী আবির্ভাব নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক চর্চা।

‘মন্দাকিনী’-র প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় উঠে এসেছে নতুন উত্তেজনার ঢেউ। হলুদ শাড়ি, দৃঢ় দৃষ্টি, আর হাতে পিস্তল—প্রিয়াঙ্কার এই লুক মুহূর্তেই স্পষ্ট করে দিয়েছে, এটি সৌন্দর্যের নয়, বরং শক্তি, তেজ, এবং অ্যাডভেঞ্চারে ভরপুর এক নারীর গল্প। পোস্টারটি যেন অঘোষিত বার্তা দিচ্ছে—প্রচলিত ধারণা ভেঙে বড় পর্দায় আসছে এক ভয়হীন, তীব্র ও গভীর চরিত্র, যা দর্শকদের নতুনভাবে বিস্মিত করতে প্রস্তুত।

ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন দেশের বিখ্যাত নির্মাতা এস. এস. রাজামৌলি, যাঁর RRR আন্তর্জাতিক স্তরে ভারতীয় চলচ্চিত্রকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তাঁর নতুন এই প্রজেক্টকে ঘিরে উত্তেজনা তো আছেই, পাশাপাশি চলছে জোর জল্পনা—কারা থাকছেন প্রযোজকের আসনে? যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, ইন্ডাস্ট্রির গুঞ্জন—এটি হতে যাচ্ছে ভারতের ইতিহাসে অন্যতম বৃহত্তম বাজেটের চলচ্চিত্র।

অভিনয়ে প্রিয়াঙ্কার সঙ্গে থাকছেন দক্ষিণের সুপারস্টার মহেশ বাবু এবং শক্তিশালী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন। তিন তারকার এই অনবদ্য সমন্বয় ছবিটিকে মুক্তির আগেই আলোচনার শীর্ষে তুলে দিয়েছে।

ছবিটির নাম নিয়েও চলছে চর্চা—‘গ্লোবট্রটার’ নাকি ‘মন্দাকিনী’? এখনো চূড়ান্ত ঘোষণা না এলেও দুটি নামই সোশ্যাল মিডিয়ায় সমানভাবে ট্রেন্ডিং।

সব মিলিয়ে বলা যায়—‘গ্লোবট্রটার’ বা ‘মন্দাকিনী’ শুধু একটি বড় বাজেটের সিনেমা নয়; এটি ভারতীয় চলচ্চিত্রের সম্ভাব্য বিশ্বজয়ের নতুন অধ্যায়। রাজামৌলির অনন্য দৃষ্টিভঙ্গি, আন্তর্জাতিক মানের নির্মাণ এবং প্রিয়াঙ্কা চোপড়ার বহুমাত্রিক ‘মন্দাকিনী’—সব মিলিয়ে এই প্রজেক্ট ইতিমধ্যেই এক মহাযাত্রার সূচনা ঘোষণা করছে। দর্শকের প্রত্যাশা আকাশছোঁয়া, আর প্রিয়াঙ্কার প্রত্যাবর্তন সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen