ফের বাংলাকে অপমান কেন্দ্রীয় মন্ত্রীর! গিরিরাজের ‘বাংলাদেশি সরকার’ মন্তব্যের বিরুদ্ধে সরব তৃণমূল

November 14, 2025 | 3 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১২: ফের প্রকাশ্যে বিজেপির (BJP) বাংলা বিদ্বেষী মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর! অতীতেও বার বার বাংলাকে অপমান করার অভিযোগ উঠেছে পদ্ম পার্টির নেতা, মন্ত্রীদের বিরুদ্ধে। এবার ফের সেই অভিযোগ উঠল কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য তথা বিজেপি নেতা গিরিরাজ সিংয়ের (Giriraj Singh) বিরুদ্ধে।

এক সভায় গিরিরাজ সিং বাংলার সরকারকে “বাংলাদেশি কি সরকার” এবং “রোহিঙ্গা কি সরকার” বলে আক্রমণ করেন। পদ্ম পার্টির মন্ত্রীর এহেন মন্তব্যকে বাংলার অপমান হিসাবে দেখছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। তৃণমূলের অভিযোগ, এই ভাষা শুধু রাজ্য সরকারকে নয়, বাংলার প্রতিটি নাগরিককে বিদেশি তকমা দেওয়ার শামিল। এর আগে বিহারে এক সভায় কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলছেন, “বিহারকে বাংলা হতে দেবেন না। কে কে চান বিহার যেন বাংলা না হয়। হাত তুলুন।”

তৃণমূলের (TMC) দাবি, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সাম্প্রতিক মন্তব্য বাংলার মানুষ ও রাজ্যের নির্বাচিত সরকারের প্রতি সরাসরি অপমান। শাসকদলের বক্তব্য, স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা অবজ্ঞা করার চেষ্টা করছে বিজেপি। বিপ্লবীদের আত্মবলিদানের ইতিহাসের সঙ্গে এই মন্তব্যের বিরোধিতা করেছে তারা।

তৃণমূলের তরফে আরও অভিযোগ, বিজেপি নেতাদের মুখে বাংলাবিরোধী অবস্থান নতুন নয়। তারা স্মরণ করিয়ে দিয়েছে দিল্লি পুলিশের একটি বিতর্কিত নথির কথা, যেখানে বাংলা ভাষাকে “বাংলাদেশি” বলা হয়েছিল। পাশাপাশি, বিজেপি নেতা অমিত মালব্যর “বাংলা বলে কোনও ভাষাই নেই” মন্তব্য এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিস্ব শর্মার (Himanta Biswa Sharma) সেই বক্তব্য, যেখানে তিনি বলেছিলেন, জনগণনা নথিতে বাংলা উল্লেখ করলে বিদেশি বলে চিহ্নিত করা হবে।

বিজেপি নেতা গিরিরাজ সিংয়ের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ (MP Sagarika Ghose)। তিনি বলেন, “ভারতীয় জনতা পার্টি অনবরত বাংলাকে এবং বাংলার মানুষকে অপমান করছে। আমরা দেখেছি বিজেপি শাসিত রাজগুলিতে বাংলা ভাষি পরিযায়ী শ্রমিকদের টার্গেট করা হচ্ছে, আমরা দেখেছি বাংলার আইকনদের অনবরত অপমান করা হয়েছে। এখন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন যে, বাংলা হল রোহিঙ্গা এবং বাংলাদেশিদের বাসস্থান। এটা বাংলা এবং বাংলার বাংলাভাষী মানুষকে অপমান।”

তৃণমূলের দাবি, এসব মন্তব্য বাংলার পরিচয় ও সংস্কৃতিকে অপমান করার সমান। তাদের বক্তব্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এর জবাব দেবে বাংলার মানুষ।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি কড়া পোস্ট করে অভিযোগ করা হয়েছে যে বিজেপি এখন “বিষ ছড়ানোর কারখানায়” পরিণত হয়েছে। তাদের দাবি, গিরিরাজ সিংয়ের মন্তব্য শুধু বাংলার সরকারকে নয়, পুরো রাজ্যের পরিচয় ও মর্যাদাকেই অপমান করেছে।

তৃণমূলের পোস্টে বলা হয়েছে, বাংলা যে দেশকে সংবিধান প্রণেতা, কবি, বিপ্লবী, নোবেলজয়ী, বিজ্ঞানী এবং সমাজসংস্কারক উপহার দিয়েছে, সেই বাংলাকেই রোহিঙ্গা ও বাংলাদেশিদের রাজ্য বলে অপমান করেছেন গিরিরাজ সিং। তৃণমূলের অভিযোগ, এটা বাংলার পরিচয়, সম্মান এবং সাংস্কৃতিক গর্বের ওপর সরাসরি আঘাত।

পোস্টে আরও লেখা হয়েছে, বিজেপি বাংলায় জিততে পারে না বলেই রাজ্যের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে না পেরে বাংলার মানুষকেই নিশানা করা হচ্ছে। তৃণমূলের দাবি, বিজেপির এই আচরণ তাদের গভীর অনিরাপত্তার প্রকাশ।

তৃণমূল জানিয়েছে, বাংলা কোনওভাবেই “হিন্দি হার্টল্যান্ডের বিদ্বেষবাজদের” সামনে মাথা নোয়াবে না। যারা দেশের কল্যাণে কিছু দেয়নি, শুধু বিভাজনের রাজনীতি করেছে, তাদের হাতে বাংলা অপমান সহ্য করবে না।

সবশেষে তৃণমূলের বক্তব্য, বাংলাকে অপমান করার প্রতিটি চেষ্টা বিজেপির রাজনৈতিক কফিনে শেষ পেরেক হয়ে পড়ছে। রাজ্যের মানুষ ভোটে তার জবাব দেবে বলেই দলটির দাবি।

গিরিরাজের বিরুদ্ধে প্রতিবাদে ঝলসে উঠলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তিনি বলেন,
“কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং আপনি ফের বাংলাকে অপমান করলেন। এই আপনি সীমা ছাড়িয়ে গেছেন। কোটি কোটি মানুষ যারা বাংলায় থাকেন, আপনি সবাইকে অপমান করেছেন। সবাইকে আপনি বলেছেন, এখানে রোহিঙ্গা আর বাংলাদেশি থাকে। আপনি জ্বলছেন কারণ বাংলা একটি মিনি ভারতবর্ষের মতো। এখানে সব রাজ্যের লোক একসাথে থাকেন। এখানে সব ধর্ম-জাতির লোকের মধ্যে একতা আছে। এইজন্য আপনি জ্বলছেন, আর ভয় করছেন। আর বাংলাকে নিয়ে আপনি এই ভাবে অপমান করেছেন‌। আপনি মনে রাখা উচিত আপনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, সংবিধানের শপথ নিয়েছেন, আর আপনার মুখ থেকে সবসময় অসাংবিধানিক মন্তব্য শোনা যায়। এবারেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর পশ্চিমবঙ্গকে অপমান করেছেন। এর কড়া জবাব আপনি পাবেন। বাংলার মানুষ প্রস্তুত আছে।।”

তিনি আর‌ও বলেন যে, “বাংলার ভোট বিক্রি হয় না। বাংলার মানুষ ভেবেচিন্তে ভোট দেয়। এইজন্য ভারতীয় জনতা পার্টি আর গিরিরাজ সিং জি আপনারা ১০০ দিনের কাজের টাকাও আটকে রেখেছেন। আপনি গরিবের ঘর বানাতে দেন নি। এসব পশ্চিমবঙ্গের মানুষ মনে রাখবে। আর আপনি ভাবেন এইভাবে অপমান করবেন, বাংলা আর বাংলার সংস্কৃতিকে অপমান করবেন, ভাষাকে অপমান করবেন, এইভাবে আপনাদের বাংলায় জিততে পারবেন? আপনি স্বপ্ন দেখুন, এরজন্য আমাদের কোন‌ও আপত্তি নেই। কিন্তু এই স্বপ্ন আপনার অপূর্ণ থেকে যাবে। এটা বাংলা ২০২৬ এ চ্যালেঞ্জ করে বলছে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen