মমতা মডেলেই NDA-র বাজিমাত বিহারে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১৬: পাটনায় গেরুয়া আবির উড়ছে! রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা হল ভোটের তুরুপের তাস। বিহার ভোটের আগে সে’রাজ্যের ১ কোটি ২১ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকার অনুদান গিয়েছে, তাতেই বাজিমাত হয়েছে। মহিলাদের ক্ষমতায়ণের জন্য সরাসরি নগদ দেওয়ার প্রকল্প দেশে প্রথমে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।
একুশের ভোটের ইস্তাহারে লক্ষ্ণীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা। ভোটে জিতে চার মাসের মধ্যেই লক্ষ্ণীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন তিনি। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে সেই খাতে ভাতা বাড়িয়ে দ্বিগুণ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ২ কোটির বেশি উপভোক্তা আদতে মমতার সবচেয়ে বড় জনভিত্তি।
সরাসরি টাকা দেওয়ার প্রকল্পকে এক সময়ে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু ভোট বৈতরণী পেরোতে একের পর এক রাজ্যে বিজেপিকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটতে হয়। ওড়িশা, মহারাষ্ট্র সর্বত্র মমতা মডেলে এসেছে জয়। এবার বিহার ভোটের মুখে প্রথম দফায় রাজ্যের ৭০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পাঠানোর প্রকল্পের উদ্বোধন করেন মোদী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নীতীশের ঘোষণা করা ওই প্রকল্পই গেম চেঞ্জার। বিহারে NDA-র ভোট ছিল ৪৩ শতাংশ। এখনও পর্যন্ত যা ফলাফল তাতে বিহারে NDA-র ভোট শতাংশ প্রায় ৫০ ছুঁতে চলেছে। অর্থাৎ ৫ শতাংশের বেশি! তাতেই রেকর্ড জয়ের পথে NDA শিবির।