‘শিশুরাই আগামী দিনের আলো’, নেহরুর জন্মদিনে শিশুদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪৫: পণ্ডিত জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার সকালে X হ্যান্ডেলে তিনি লিখেছেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে তাঁর সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছেন তিনি।
নেহরুর জন্মদিনেই দেশে পালিত হয় শিশু দিবস। সেই উপলক্ষে ছোটদের জন্যও শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। নিজের বার্তায় তিনি লেখেন, “শিশুরাই আগামী দিনের আলো। শিশু দিবসে সকল শিশুকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। তাদের সুন্দর জীবনের অনেক উন্নতি হোক।”
শিশুরাই আগামী দিনের আলো
শিশু দিবসে সকল শিশুকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
তাদের সুন্দর জীবনের অনেক উন্নতি হোক।
— Mamata Banerjee (@MamataOfficial) November 14, 2025
মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির অনেক ক্ষেত্রেই শিশুদের প্রতি তাঁর স্নেহের ছবি ধরা পড়ে। প্রশাসনিক সভা হোক বা জনসভা, প্রায়ই তাঁকে শিশুদের কোলে নিয়ে বা পাশে বসিয়ে আদর করতে দেখা যায়। বহুবার তিনি বলেছেন, দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে শিশুদের হাতেই।