প্রয়াত কিংবদন্তি বলি অভিনেত্রী কামিনী কৌশল

November 14, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪৯: প্রয়াত হলেন কিংবদন্তি বলিউড অভিনেত্রী কামিনী কৌশল (Kamini Kaushal)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮। হিন্দি চলচ্চিত্রে সাদা-কালো যুগ থেকে শুরু করে সমকালীন সিনেমায় নিজস্ব ছাপ রেখে গেছেন কামিনী। তাঁর মৃত্যুতে বলিউডের ইতিহাসের এক বড় অধ্যায়ের সমাপ্তি ঘটল বলে মনে করছেন অনুরাগীরা।

পরিবারের তরফে অনুরোধ জানানো হয়েছে যাতে তাঁর ব্যক্তিগত পরিসর সম্মান দেওয়া হয়। পরিবারের এক ঘনিষ্ঠ বলেন, “কামিনী কৌশল খুবই সাধারণ জীবনযাপন করতেন। তাই ওঁর পরিবারের ব্যক্তিগত সময় প্রয়োজন।”

১৯২৭ সালের ২৪ ফেব্রুয়ারি জন্ম কামিনী কৌশলের। ১৯৪৬ সালে ‘নীচা নগর’ ছবি দিয়ে শুরু বলিউড যাত্রা। আন্তর্জাতিক মঞ্চে ছবিটি প্রশংসা কুড়িয়েছিল এবং কান চলচ্চিত্র উৎসবেও গিয়েছিল। প্রথম ছবিতেই নজর কাড়েন তিনি।

প্রায় সাত দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন এই বর্ষীয়ান শিল্পী। রাজ কপূর, অশোক কুমার, দিলীপ কুমার, রাজ কুমারের মতো প্রবাদপ্রতিম তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। বিনোদন দুনিয়ায় মার্জিত, শান্ত স্বভাবের অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন কামিনী।

‘দো ভাই’, ‘শাহিদ’, ‘নদীয়া কে পার’, ‘জ়িদ্দি’, ‘শবনম’, ‘পরস’, ‘নমুনা’, ‘আরজ়ু’, ‘ঝঞ্জার’, ‘আব্রু’, ‘বড়ে সরকার’, ‘জেলর’, ‘নাইট ক্লাব’, ‘গোদান’- একের পর এক উল্লেখযোগ্য ছবিতে তাঁর অভিনয় এখনও স্মরণীয়। ‘প্রেম নগর’, ‘দো রাস্তে’ এবং ‘মহা চোর’-এ নজর কাড়েন বিশেষভাবে।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রজন্মের সঙ্গেও কাজ করেছেন তিনি। ২০১৩ সালে ‘চেন্নাই এক্সপ্রেস’-এ শাহরুখ খানের সঙ্গে এবং ২০১৯ সালে ‘কবীর সিংহ’-এও দেখা গিয়েছিল তাঁকে। তাঁর অভিনীত শেষ ছবি ছিল ২০২২-এর ‘লাল সিংহ চড্ডা’, যেখানে তিনি অভিনয় করেন আমির খানের সঙ্গে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen