বাংলার ভোটের প্রস্তুতি শুরু, ২১ নভেম্বর সব DM-দের বৈঠকে ডাক কমিশনের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৩: আজ বিহারের জনাদেশ প্রকাশ্যে এল। আর আজ, শুক্রবার থেকে অর্থাৎ ফল ঘোষণার দিনই, বঙ্গের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন।
জানা যাচ্ছে, EVM পরীক্ষা করার জন্য বৈঠক ডেকেছে কমিশন। আগামী ২১ নভেম্বর রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করতে চলেছে কমিশন। কার্যত বাংলার বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিতে চলেছে নির্বাচন কমিশন।
এবার এক মাস ধরে রাজনৈতিক দলের সদস্যদের উপস্থিতিতে EVM পরীক্ষা হবে।
বাংলায় SIR চলছে। এরই মাঝে EVM পরীক্ষার জন্য বৈঠক ডাকল নির্বাচন কমিশন। ২১ নভেম্বর জেলা শাসকদের সঙ্গে বৈঠক হবে। এক মাস ধরে EVM পরীক্ষা হবে। ভোটের বেশ কিছু মাস আগেই EVM পরীক্ষা হয়। মনে করা হচ্ছে, সেই উদ্যোগই নেওয়া হচ্ছে।
SIR শেষ হলে ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে। তারপর অভিযোগ জানানোর অবকাশ থাকবে। ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে। তথ্যাভিজ্ঞ মহলের মতে, চূড়ান্ত তালিকা প্রকাশের কয়েক দিনের মধ্যে ঘোষিত হবে বাংলার বিধানসভা নির্বাচনের সূচি। নির্বাচন হতে পারে আগামী বছরের মার্চ মাসে।