SIR ফর্মে ভয়াবহ গলদ, পুরুষের জায়গায় মহিলার ছবিতে চাঞ্চল্য কোলাঘাট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫০: পুরুষের জায়গায় মহিলার ছবি। আরেক মহিলার জায়গায় অজ্ঞাতপরিচয় এক পুরুষ। পরপর দুটি ফর্মে এমন বিভ্রাটে অস্বস্তি বাড়ছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। এসআইআর (SIR) ফর্ম হাতে পেয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
কোলাঘাটের (Kolaghat) খন্যাডিহি গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা অশোক ঘাঁটা ফর্মটি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে বুঝে যান বড়সড় সমস্যা হয়েছে। নিজের ছবি থাকা উচিত জায়গায় দেখা গেল এক মহিলার ছবি। এতদিনের বাসিন্দা অশোকবাবু স্বভাবতই ভয়ের মধ্যে রয়েছেন। তাঁর আশঙ্কা, এই ভুল যদি ভোটার তালিকায় (Voter List) গিয়ে পৌঁছয়, তাহলে না জানি কী প্রভাব পড়বে পরিবারের অন্য সদস্যদের উপর। নাগরিকত্ব (Citizenship) নিয়ে অনিশ্চয়তার কথাও ভাবাচ্ছে তাঁদের।
ঘটনার পর বিএলওকে বিষয়টি জানালে তিনি নাকি জানিয়েছিলেন, ফর্মে নিজের ছবি লাগিয়ে জমা দিতে। পরে নাকি সংশোধনের সুযোগ থাকবে। পরিবারটি তাতে আশ্বস্ত হতে পারছে না। কারণ, ভুল যে হয়েছে, তা পরিষ্কার। এখনই সঠিক সংশোধন না হলে ভবিষ্যতে বড় সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছেন তাঁরা।
একই এলাকায় আরেকটি ফর্মেও মিলেছে একই ধরনের ভুল। বিমলা দাস নামে এক মহিলার ফর্মে দেখা গেছে এক অজ্ঞাতপরিচয় পুরুষের ছবি। ফলে আশঙ্কা আরও বেড়েছে। এলাকায় ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। শাসকদলের নেতাদের মতে, দায়িত্বে গাফিলতির দায় এড়াতে পারে না নির্বাচন কমিশন (Election Commission)।