NDA ঝড়েও নিজের দুর্গ রক্ষা, মহাজোটের ভরাডুবিতে ট্র্যাজিক হিরো সেই তেজস্বীই

November 14, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫৩: বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Election) দিনভর টানটান লড়াই শেষে যাদবকুলের মুখ রক্ষা করলেন লালুপুত্র তেজস্বী যাদব (Tejashwi Yadav)। বিহার নির্বাচনের ফল স্পষ্ট হয়ে গিয়েছে নিজের আসনে জিতলেও জোটকে বাঁচাতে পারেননি। তাই তাঁকে ঘিরেই তৈরি হয়েছে এক অনিচ্ছাকৃত ট্রাজিক নায়কের ছবি।

রাঘোপুরে ভোট হয়েছিল প্রথম দফায়। ভোটের হার ছিল ৬৪.০১ শতাংশ। এই আসনে বিজেপি (BJP) ফিরিয়ে এনেছিল পুরনো মুখ সতীশকুমার যাদবকে (Satish Kumar Jadav)। সকাল থেকেই তেজস্বী পিছিয়ে ছিলেন। দশম রাউন্ডের পর ছবিটা বদলাতে শুরু করে। শেষ পর্যন্ত প্রায় ১১ হাজার ভোটে জয় তুলে নেন তিনি। রাঘোপুর যাদব পরিবারের পুরনো ঘাঁটি। আগে এখান থেকে জিতেছেন লালুপ্রসাদ এবং রাবড়ি দেবী। তাই শেষ পর্যন্ত নিজের কেন্দ্রটি ধরে রাখতে পারাটা তেজস্বীর জন্য স্বস্তির।

কিন্তু এখানেই শেষ নয়। ব্যক্তিগত সাফল্য সত্ত্বেও গোটা জোটের ফলফল তাদের বিপক্ষে গেছে। মহাজোট (Mahagathbandhan) ভরাডুবি থেকে বাঁচতে পারেনি। এই প্রতিবেদনের সময় পর্যন্ত জোট মাত্র ৩৩টি আসনে এগিয়ে বা জয়ী। এর মধ্যে আরজেডির ঝুলিতে ২৩টি। কংগ্রেস (Congress) ও বাম শিবিরের ফল আরও খারাপ।

তেজস্বী পুরো নির্বাচনী প্রচারে রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে পাশাপাশি ছিলেন। দুজনের ভোট অধিকার যাত্রা বেশ জনপ্রিয় হয়। জনসমাগমও হয়েছিল চোখে পড়ার মতো। সে প্রচারের প্রতিফলন শেষ ফলাফলে দেখা গেল না। ভোটের শেষে বরং আরও স্পষ্ট হয়েছে এনডিএর (NDA) প্রভাব।

তেজস্বীর লড়াই ছিল জোরালো, কিন্তু ফলাফলের বিচার বলছে তিনি একাই জিতেছেন, জোট হারিয়েছে। তাই ব্যক্তিগত জয় যেন ছাপ ফেলতে পারেনি মহা পরাজয়ের মধ্যেও। বিহারের এই লড়াই তাই তাঁকে দাঁড় করিয়েছে এক অদ্ভুত জায়গায়, নিজের আসনের বিজয়ী, কিন্তু রাজ্যের রাজনীতিতে এক ট্রাজিক নায়ক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen