বিজেপি বলছে এবার বাংলাতেও বদল নিশ্চিত, তৃণমূল ভিডিও বার্তা দিচ্ছে ‘ওরা’ আসলে কোন বিপদ ঘনাবে!

November 14, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.২০: জয় নিশ্চিত হতেই সমাজমাধ্যমে পোস্টে বিহারবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দনবার্তায় প্রধানমন্ত্রী লেখেন, ‘সুশাসন, বিকাশ, জনকল্যাণ এবং সামাজিক ন্যায়বিচারের জয় হয়েছে।’ বিহার জয়ের পরই মোদির মুখে বাংলা। প্রধানমন্ত্রী বলে দেন, “বিহার হয়েই গঙ্গা পশ্চিমবঙ্গে ঢোকে। আমরা পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করছি যে বিজেপি আপনাদের সঙ্গে আছে। আমরা বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলব।”

উচ্ছ্বাসে ফেটে পড়েছে বঙ্গ বিজেপি। তারা ইতিমধ্যেই দাবি করতে শুরু করেছে, “আগামী বছর বাংলাতেও বদল নিশ্চিত।” আর সেই আবহেই পাল্টা সুর চড়িয়ে সোশ্যাল মাধ্যমে নতুন প্রচার সিরিজ নিয়ে হাজির তৃণমূল। শুক্রবারই দল প্রকাশ করেছে ১ মিনিট ২৬ সেকেন্ডের প্রথম ভিডিও। শিরোনাম, ‘যদি ওরা আসে — পর্ব ১: প্রেমের লাইসেন্স?’ ইঙ্গিত স্পষ্ট— এই সিরিজ এখন চলবে ধারাবাহিকভাবে, যেমন শুরু হয়েছে, তেমনই প্রতি পর্বে বাড়বে তীব্রতা।

ভিডিয়োয় দেখা যাচ্ছে এক অস্বস্তিকর ভবিষ্যৎ—গুন্ডাদের দখলে জনজীবন, প্রতিটি সম্পর্কেই সন্দেহের ছায়া। ভালবাসতে চাইলে প্রথমেই জিজ্ঞাসাবাদ। বন্ধুদের সঙ্গে দেখা করলেও নজরদারি। নিজের বোনকে সঙ্গে নিয়ে হাঁটলেও প্রশ্নের মুখোমুখি হতে হয়। সোশ্যাল মিডিয়াতেও যেন ‘অদৃশ্য নজরদারি’।

ভিডিওয় একজনকে বলতে শোনা যায়, “বাংলায় এখন শ্বাস নেওয়াই কঠিন!” আরেকজনের আক্ষেপ, “জানতাম না একটা ভুল বোতাম টিপে এত বড় শাস্তি পাব।”
তৃণমূলের দাবি— “এটা ভয় দেখানো নয়, বরং সতর্কবার্তা”। দলের এক শীর্ষনেতার কথায়, “ক্ষমতা যখন নজরদারি আর নিয়ন্ত্রণের ভাষা শেখে, তখন ব্যক্তিগত স্বাধীনতাই প্রথম আঘাত পায়। এ সিরিজ সেই আশঙ্কার কথাই মনে করিয়ে দিচ্ছে।”
তৃণমূলের বক্তব্য, “গণতন্ত্র রক্ষা করতে হলে আজই প্রশ্ন তুলতে হবে। যারা ভুয়ো দেশপ্রেম দেখিয়ে সংবিধানকে দুর্বল করছে, তাদের আসল মুখ মানুষ জানুক।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen