Bihar Election Result: জোটে কংগ্রেস মানেই বিপর্যয়, BJP বিরোধিতায় ভরসা তৃণমূল, মত রাজনৈতিক মহলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.৩০: বিহার বিধানসভা নির্বাচনের ফল (Bihar Election Result) প্রকাশের পর ফের প্রশ্ন উঠেছে, কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? এনডিএর (NDA) বিপরীতে মহাগঠবন্ধন (Mahagathbandhan) গড়লেও কার্যত কোনও প্রভাব ফেলতে পারেনি কংগ্রেস। পূর্ণিয়া, বাকা, ভাগলপুর, মুজফফরনগর, দারভাঙা, নালন্দা ও গয়ার মতো আসনে তারা একটিও জয় পায়নি। বুথ ফেরত সমীক্ষায় এনডিএ এগিয়ে থাকলেও কংগ্রেসের এমন শোচনীয় ফল অনেককেই বিস্মিত করেছে।
গত দেড় বছরে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি ও এবার বিহার, চার রাজ্যের ভোটে কংগ্রেস মূল চাবিকাঠি হয়ে উঠতে ব্যর্থ। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেসের সঙ্গে জোট না করলেও বিজেপি (BJP) কংগ্রেসের কাটা ভোটে সুবিধা নেয়। বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটের পর সিপিএম কার্যত শূন্যে বিলীন হয়েছে।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্যে কংগ্রেসের ব্যর্থতা স্পষ্ট। তাঁর মতে, কংগ্রেস বড়দল হিসেবে নিজেকে তুলে ধরলেও জোটকে জেতানোর ক্ষমতা নেই। প্রবীণ কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারও স্বীকার করেছেন, দলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। রাহুল গান্ধীর প্রচারও বিহারে কোনও প্রভাব ফেলতে পারেনি।
এই ফলাফলের পর রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপিকে আটকাতে সক্ষম একমাত্র তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নমূলক প্রকল্প, জনমুখী নীতি ও সাম্যের রাজনীতি বাংলায় বিজেপিকে দাঁত ফোটাতে দেয়নি। তৃণমূলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) শুধু দলের নেতা নন, লোকসভার বিরোধী দলনেতা হওয়ার যোগ্যতম ব্যক্তি।
বিহার ভোটে SIR-র নামে ভোটার তালিকায় (Voter list) কারচুপির অভিযোগ উঠেছে। তৃণমূলের মতে, মহাগঠবন্ধনকে ভোটের আগেই তীব্র প্রতিবাদে নামা উচিত ছিল। বাংলায় ইতিমধ্যেই মমতা-অভিষেক সেই আন্দোলন শুরু করেছেন। রাজনৈতিক মহলের মতে, বিহার নির্বাচনের ফল কংগ্রেসের অপ্রাসঙ্গিকতা আরও স্পষ্ট করেছে। একই সঙ্গে প্রমাণ করেছে, বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে রুখতে সক্ষম একমাত্র তৃণমূল।