কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়লেন গিল, দুশ্চিন্তায় টিম ইন্ডিয়া

November 15, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৮: নাটকীয় মোড় নিল ইডেন টেস্টের দ্বিতীয় দিনের সকাল। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ১৫৯ রানে অল আউট হওয়ার পর দারুণ ছন্দে শুরু করলেও হঠাৎ করেই চাপে পড়ে ভারত। এর মাঝেই বড় ধাক্কা—অধিনায়ক শুভমন গিল চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেন, যা মুহূর্তেই উদ্বেগ বাড়িয়েছে ভারতীয় শিবিরে।

ওয়াশিংটন সুন্দরকে সাইমন হার্মার ফিরিয়ে দেওয়ার পর ব্যাট হাতে নামেন গিল। প্রথম বল ঠেকালেও পরের ডেলিভারিতে স্লগ সুইপে চার মেরে আচমকাই কাঁধের পেছনে তীব্র ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে ছুটে আসেন দলের ফিজিও। গিলকে দেখা যায় মাথা ঘোরাতে সমস্যা হচ্ছে। সংক্ষিপ্ত চিকিৎসার পর তিনি আর ব্যাটিং চালিয়ে যেতে পারেননি এবং ড্রেসিংরুমে ফিরে যান। তাঁর পরিবর্তে নামেন ঋষভ পন্ত।

ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকেই গিলের বিশাল কর্মব্যস্ততা নিয়ে আলোচনার শেষ নেই। ইংল্যান্ড সিরিজের পাঁচটি টেস্ট থেকে শুরু করে এশিয়া কাপ, ওয়েস্ট ইন্ডিজ সফর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই ও টি-টোয়েন্টি—প্রায় অবিরাম খেলেই চলেছেন তিনি। এমন ঠাসা সূচি তাঁর বর্তমান চোটের পেছনে কতটা দায়ী, তা নিয়েও উঠেছে প্রশ্ন।

গিল ফিরতেই চাপে পড়ে ভারত। এরপর দ্রুত আউট হন কেএল রাহুল (৩৯) ও পন্ত (২৭)। তবে পন্ত দুইটি ছক্কা হাঁকিয়ে টেস্ট ইতিহাসে ভারতের হয়ে সর্বাধিক ছক্কার মালিক হিসেবে সেহওয়াগকে ছাড়িয়ে যান। দিনের শুরুতে জসপ্রিত বুমরাহর পাঁচ উইকেটই ভারতকে লড়াইয়ে রাখার মূল ভরসা হয়ে উঠেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen