প্রতীক্ষার অবসান! আমঘাটা থেকে কৃষ্ণনগর পর্যন্ত তিনটি ইএমইউ ট্রেন চালু

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩৪: শিয়ালদহ ডিভিশনের আমঘাটা হল্ট স্টেশন থেকে কৃষ্ণনগরের মধ্যে তিন জোড়া লোকাল ট্রেন বা EMU পরিষেবা চালু করছে পূর্ব রেলওয়ে। .১৭ তারিখ থেকে এই পরিষেবা চালু হবে৷
৩১৮৮১, ৩১৮৮৩ এবং ৩১৮৮৫ কৃষ্ণনগর সিটি জং। আমঘাটা হল্ট ইএমইউ লোকাল কৃষ্ণনগর শহর থেকে ছেড়ে যাবে। সকাল ৬.৪৫, দুপুর ১.৩০ টায় এবং রাত ৯.১৫টায় ছেড়ে আমঘাটা হল্টে পৌঁছাবে যথাক্রমে ৭.০০, ১৩.৪৫ এবং ২১.৩০ মিনিটে। এবং বিপরীত দিকে, ৩১৮৮২, ৩১৮৮৪ এবং ৩১৮৮৬ আমঘাটা হল্ট – কৃষ্ণনগর সিটি জংশন ইএমইউ লোকাল আমঘাটা হল্ট থেকে ০৭:০৮, ১৩:৫৩ এবং ২১:৩৮ মিনিটে ছেড়ে যথাক্রমে ০৭.২৩, ১৪.০৮ এবং ২১.৫৫ মিনিটে কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছাবে।
উল্লেখ্য, এই লাইনে নবদ্বীপ ঘাট থেকে শান্তিপুর পর্যন্ত ন্যারোগেজ ট্রেন চলাচল করতো। ২০১০ সালের ১৭ জানুয়ারি সেই ট্রেন শেষবারের মতো চলে। তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লাইনে ব্রডগেজ রেল চালুর কথা ঘোষণা করেছিলেন। প্রায় ১৫ বছর পরে সেই প্রকল্প বাস্তবের রূপ পাচ্ছে।
নবদ্বীপ ঘাট থেকে শান্তিপুর পর্যন্ত তিন কামরার ন্যারোগেজ ট্রেনটিকে বলা হতো ‘চৈতন্য এক্সপ্রেস’। দিন আনা দিন খাওয়া মানুষের যানবাহনের একমাত্র উপায় ছিল এই চৈতন্য এক্সপ্রেস। ছোট ট্রেনে লাইন তুলে ধীরে ধীরে শুরু হয়েছিল লাইন পাতার কাজ। বিভিন্ন জট কাটিয়ে প্রথম পর্যায়ে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত ব্রডগেজ লাইন পাতার কাজ সম্পন্ন হয়।
সম্প্রতি ট্রায়াল রান সম্পন্ন হয়েছে আমঘাটা পর্যন্ত, যা ট্রেন পরিষেবা চালুর পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করা হচ্ছে। স্থানীয়দের মতে, এই নতুন রেললাইন চালু হলে কৃষ্ণনগর ও আশেপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটনকেন্দ্র মায়াপুর ইসকন মন্দিরে পৌঁছনও আরও সহজ হবে।