বাংলাদেশে পাঠিয়ে দেবে না তো? SIR আতঙ্কে হৃদরোগে মৃত্যু উত্তর ২৪ পরগনার প্রৌঢ়ের

November 15, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩০: ফের এসআইআর (SIR) আতঙ্কে মৃত্যু! সমস্ত নথি ঠিক থাকা সত্ত্বেও ভয় কাটেনি প্রৌঢ়ের। শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের জিয়া আলির। পরিবারের দাবি, সমস্ত নথি ঠিক থাকলেও তিনি আতঙ্কে ভুগছিলেন। আশঙ্কা করছিলেন, তাঁকে বাংলাদেশে (Bangladesh) পাঠিয়ে দেওয়া হতে পারে। সেই ভয়ই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল বলে অভিযোগ।

পরিবার সূত্রে জানা যায়, জিয়া আলির নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল। এনুমারেশন ফর্মও (Enumeration Form) তিনি পেয়েছিলেন। তবুও আতঙ্ক কাটছিল না। ছেলে জানান, ”বাবা বারবার বলতেন, বাংলাদেশে পাঠিয়ে দেবে না তো ওরা।” সেই চিন্তায় অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে বারাসত মেডিকেল কলেজে (Barasat Medical College) ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এনআরএস মেডিকেল কলেজে (NRS Medical College) স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।

ঘটনার খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্ব। জেলা নেতৃত্বও পাশে থাকার বার্তা দিয়েছে। স্থানীয় তৃণমূল নেতা সুশান্ত মণ্ডল অভিযোগ করেছেন, ”বিজেপি নেতারা যেভাবে এসআইআর নিয়ে হুঙ্কার দিচ্ছেন, তাতে বয়স্করা আতঙ্কিত হয়ে পড়ছেন। সেই আতঙ্কেই জিয়া আলির মৃত্যু।” তাঁর দাবি, এলাকার বহু পুরনো বাসিন্দা আতঙ্কে ভুগছেন।

উল্লেখ্য, এসআইআর ঘোষণার পর থেকেই রাজ্যে আতঙ্ক ছড়িয়েছে। ফর্ম জমা দেওয়ার কাজ প্রায় শেষ হলেও মানুষের মনে এখনও নানা প্রশ্ন। ইতিমধ্যেই একাধিক মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার জলপাইগুড়িতেও এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen