SIR প্রক্রিয়ার সুযোগে সক্রিয় প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP কারসাজি, গ্রেপ্তার ৮

November 15, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩০: দিল্লি থেকে এসে OTP কারসাজি! উত্তর ২৪ পরগনার কদম্বগাছি এলাকায় SIR ফর্ম ফিলাপের নামে প্রতারণা চক্রের অভিযোগে দিল্লি থেকে আসা আটজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ফাঁস হয় এই চক্র।

হাতে ল্যাপটপ, গলায় আই কার্ড ঝুলিয়ে বড় ক্যাম্প তৈরি করে ফর্ম ফিলাপের কাজ শুরু করেছিল অভিযুক্তরা। নিজেদের পরিচয় দিয়েছিল ‘লোকবন্ধু পার্টি’র সদস্য হিসেবে। দাবি করছিল, তারা এসআইআর (SIR) ফর্ম ফিলাপ করতে এসেছে। কিন্তু অফলাইনে ফর্ম পূরণের সময় কেন মোবাইল নম্বর নিয়ে OTP চাইছে, তা নিয়েই সন্দেহ জাগে স্থানীয়দের মনে।

গ্রামবাসীরা জানান, অফলাইন ফর্ম পূরণে কোনও OTP-এর প্রয়োজন নেই। অথচ অভিযুক্তরা মোবাইল নম্বর নিয়ে OTP সংগ্রহ করছিল এবং তা রেকর্ড করে রাখার কথাও বলছিল। এই অস্বাভাবিক কার্যকলাপ দেখে স্থানীয়রা তাঁদের আটকে রেখে পুলিশে খবর দেন। পরে বারাসত পুলিশ (Barasat Police) এসে আটজনকে আটক করে নিয়ে যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen