প্রবীণ অভিনেত্রী ভদ্রা বসুর প্রয়াণে বাংলা থিয়েটার ও সিনেমা জগতে শোকের ছায়া

November 16, 2025 | < 1 min read
Published by: Raj


নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.৫৫: অনিলাভ চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা ছবি ‘বেলা’ দেখে থাকলে ভদ্রা বসুর অনবদ্য অভিনয় সহজেই মনে পড়ে। ঋতুপর্ণা সেনগুপ্তর চরিত্র বেলার মায়ের ভূমিকায় তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। ‘পুতুলনাচের ইতিকথা’ কিংবা ‘তিনকাহন’-এর মতো ছবি-সহ মিনি সিরিজ ‘ঘর বাড়ি’-তে এক অবাঙালি ছেলের স্নেহশীল শাশুড়ির চরিত্রে তাঁর উজ্জ্বল উপস্থিতি অবশ্যই চোখে পড়েছে। দুঃখজনকভাবে, ঠিক যখন ‘বেলা’-র প্রথম মার্কিন প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছিল, প্রবীণ অভিনেত্রী ভদ্রা বসু পৃথিবীকে বিদায় জানালেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতা ও নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

খ্যাতনামা থিয়েটার ব্যক্তিত্ব অসিত বসুর স্ত্রী ভদ্রা বসু সমান দক্ষতায় বাংলা নাট্যমঞ্চ ও চলচ্চিত্র, দুই জগতেই নিজের জায়গা তৈরি করেছিলেন। তাঁর অভিনয় ছিল সৌম্য, স্বতঃস্ফূর্ত এবং মানবিকতার উজ্জ্বল প্রকাশ। পরিবারের সাংস্কৃতিক উত্তরাধিকার বহন করে এগিয়ে যাচ্ছেন তার দুই কন্যা, দামিনী বেনি বসু ও আনন্দী বসু, যারা মঞ্চ ও পর্দা, উভয় ক্ষেত্রেই নিজস্ব দাপট প্রতিষ্ঠা করেছেন। ভদ্রা বসুর চলে যাওয়া বাংলা সংস্কৃতির এক মূল্যবান অধ্যায়ের অবসান, যে শূন্যতা দীর্ঘদিন অপূরণীয় হয়ে থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen