বাইশ গজের ফাঁস! ৯৩ রানে গুটিয়ে গেল ভারত, দক্ষিণ আফ্রিকা জিতল ৩০ রানে
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.২০:
ছ’বছর পর ইডেনে লাল বলের ক্রিকেট ফিরলেও, ভারতীয় ক্রিকেটের নন্দন কাননে হেরে গেল ক্রিকেটের প্রাচীনতম সংস্করণ! মাত্র তিন দিনে শেষ হল ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট। গম্ভীরদের ফরমায়েশ মতো যে পিচ তৈরি হল ইডেনে। তা-ই যেন বুমেরাং হয়ে গেল বুমরাহদের জন্য। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৯৩ রানে গুটিয়ে গেলেন গিলরা। সিমন হার্মারের ঘূর্ণির কাছে ৩১ রানে হেরে গেল ভারত।
প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস ১৫৩ রানে শেষ হওয়ায় ভারতের লক্ষ্য হয় ১২৪ রান। টেম্বা বাভুমার অপরাজিত ৫৫ রানের ইনিংসই ফারাক গড়ে দিল। করবিন বস ২৫ রান করেন। তিনি আউট হওয়ার পর ভারতকে আর বেশি বেগ পেতে হয়নি। তাতে টিম ইন্ডিয়ার লাভও হয়নি। সাজঘরে ফেরার প্রতিযোগিতা করে একে একে ভারতীয় ব্যাটাররা ফিরলেন।
ওয়াশিংটন সুন্দরের ৩১ ছাড়া ভারতের আর কেউই দাঁড়াতে পারলেন না। প্রথম ওভারে মার্কো জানসেনের বলে আউট হন যশস্বী জয়সওয়াল। তৃতীয় ওভারে জানসেন তুলে নেন রাহুলের উইকেট। হার্মারকে ছক্কা মারতে গিয়ে উইকেট ছুড়ে দেন জুরেল। পন্থ ফেরেন দুই রান করে। ১৮ রানে আউট হন জাদেজাও। স্পিন সহায়ক উইকেটে হার্মারকে খেলতে সমস্যা পড়লেন ভারতীয়রা। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিলেন তিনি। দুই ম্যাচের সিরিজে প্রথম টেস্টেই পিছিয়ে পড়ল ভারত।