NEET: ডাক্তারি ভর্তির বিল আটকে রেখেছেন রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টে তামিলনাড়ু সরকার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.৫০: তামিলনাডুতে মেডিকেল ভর্তি নিয়ে চলা দীর্ঘ টানাপোড়েনে নতুন মাত্রা যোগ করে স্ট্যালিন সরকার (MK Stalin) এবার সরাসরি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে। তামিলনাড়ুর অভিযোগ, স্নাতকস্তরের মেডিকেল কোর্সে NEET ছাড়ের উদ্দেশ্যে আনা তাঁদের বিলটিতে রাষ্ট্রপতি সম্মতি না দেওয়ার সিদ্ধান্ত আইনগতভাবে অগ্রহণযোগ্য এবং সংবিধানসম্মত নয়।
এই বিতর্কের কেন্দ্রে রয়েছে ‘The Tamil Nadu Admission to Undergraduate Medical Degree Courses Bill, 2021’, যার উদ্দেশ্য ছিল নিট পরীক্ষা বাদ দিয়ে দ্বাদশ শ্রেণির নম্বরের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া ফিরিয়ে আনা। কেন্দ্রীয় সরকারের পর্যালোচনার পর স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি দিতে অস্বীকার করেছেন। রাজ্যপাল সেই বার্তাই সরকারকে পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে আইন প্রণয়নের পথ বন্ধ করে দেন।
তামিলনাডু সরকারের দাবি, নিট পরীক্ষায় গ্রামাঞ্চল ও সরকারি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বঞ্চিত হয়, এবং তাই প্রায় সর্বসম্মতভাবে এই বিল পাশ হয়েছিল বিধানসভায়। আইনজীবী পি. উইলসনের তত্ত্বাবধানে দায়ের করা মামলায় রাষ্ট্রপতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে।
তামিলনাড়ু সরকার সর্বোচ্চ আদালতের কাছে আবেদন করেছে, রাষ্ট্রপতির সম্মতি প্রত্যাহারের সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করে বিলটি পুনর্বিবেচনার সুযোগ দেওয়া হোক। তাঁদের যুক্তি, এই সিদ্ধান্ত ইচ্ছাকৃতভাবে রাজ্যের উপস্থাপিত তথ্যভিত্তিক প্রমাণকে উপেক্ষা করে নেওয়া হয়েছে এবং রাজ্য বিধানসভাগুলির অধিকারকে খর্ব করছে। সরকারের অভিযোগ, রাষ্ট্রপতির এই অবস্থান ভারতীয় সংবিধানে সংরক্ষিত কেন্দ্র-রাজ্য সম্পর্ক ও আইন প্রণয়নের ক্ষমতার নীতিকে লঙ্ঘন করছে।