সুপারভাইজারের সঙ্গে কথা বলতে বলতেই অসুস্থ BLO, অতিরিক্ত কাজের চাপকেই দায়ী করছেন সতীর্থরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.৪০: রবিবার কাজ চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন এক BLO। ঘটনাটি কলকাতার বেলেঘাটার। কলকাতার ৩৪ নম্বর ওয়ার্ডের ২০৫ পার্টের BLO আজ সকালে সুপারভাইজারের সঙ্গে কথা বলছিলেন। তখন তিনি অসুস্থ হয়ে পড়েন। বেলেঘাটারই এক হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। তাঁর সহকর্মীদের দাবি, অতিরিক্ত কাজের চাপে এমন অবস্থা হয়েছে।
বাংলায় SIR-র কাজ শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিলি করছেন BLO-রা। তারপর তা সংগ্রহ করে নিয়ে আসছেন। মূলত স্কুল শিক্ষকদেরই এই কাজে নিয়োগ করা হয়েছে। BLO-দের অনেকেই কাজের চাপ নিয়ে অভিযোগ করেছেন। স্কুলে পড়ানোর পরে এই কাজ করা সমস্যার হয়ে উঠছে বলেই অভিযোগ BLO-দের। এই চাপে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।
BLO-দের একাংশের অভিযোগ, কমিশনের তরফে তাঁদের মোবাইল নম্বর প্রকাশ করে দেওয়া হয়েছে। SIR-র কাজ শেষ হলে তাঁরা হেনস্থা বা প্রতারণার শিকার হতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। তাঁদের আরও অভিযোগ, এনিউমারেশন ফর্ম বিলি বা সংগ্রহ করার পরে ডেটা এন্ট্রি করতে হবে বলেও আগে জানানো হয়নি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার কালনার এক প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন এক মহিলা BLO। অসুস্থ মহিলার নাম রিঙ্কু মজুমদার। পেশায় স্কুল শিক্ষিকা ওই BLO কাজের অতিরিক্ত চাপকেই দায়ী করেছিলেন। বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলির সময়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের মেমারির এক BLO-র। তাঁর নাম নমিতা হাঁসদা। তাঁর পরিবারের অভিযোগ, কাজের চাপে তাঁর ব্রেন স্ট্রোক হয়।