২০২৬-এ আরও ৭টি উৎক্ষেপণের প্রস্তুতিতে ISRO, মানব মহাকাশযাত্রা নির্ধারিত ২০২৭-এ
November 16, 2025
|
< 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬.০৫: ইসরো (ISRO) চেয়ারম্যান ভি. নারায়ণন জানিয়েছেন, চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই আরও ৭টি মহাকাশ মিশন উৎক্ষেপণের প্রস্তুতি চলছে। এর মধ্যেই দেশের প্রথম মানব মহাকাশযাত্রার সময়সূচি ২০২৭ সালেই ধার্য্য রয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে নারায়ণন বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্পের সক্ষমতা দ্রুত বাড়ানোর জন্য নিজেদের প্রস্তুত করছে ইসরো।
তিনি জানান, আগামী কয়েক মাসে যে ৭টি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে, তার মধ্যে থাকবে একটি বাণিজ্যিক যোগাযোগ উপগ্রহ এবং একাধিক পিএসএলভি (PSLV) ও জিএসএলভি (GSLV) মিশন। এই সময়কালে দেশীয় সংস্থার নির্মিত প্রথম পিএসএলভি রকেট মহাকাশে পাড়ি দেবে। ভারতের মহাকাশ গবেষণার গতি বাড়াতে এটি এক বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।