IPL 2026 Auction: কবে নিলাম, কোথায় বসবে আসর?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩০: ইতিমধ্যে ধরে রাখা এবং ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে IPL দলগুলি। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা সূত্রে খবর, আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবির ইত্তিহাদ এরিনাতে অনুষ্ঠিত হতে চলেছে মিনি নিলাম।
নিলামের আগে শনিবার একাধিক চমক দেখা গিয়েছে। KKR তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে। যাতে সমর্থকরা বিস্মিত! বিগত বছর ২৩.৭৫ কোটি টাকায় কেনা ভেঙ্কটেশ আইয়ারকেও ছেড়ে দিয়েছে নাইটরা। কুইন্টন ডি কক, মঈন আলিদের ছেড়ে দিলেও, নাইটরা ধরে রাখা হয়েছে অজিঙ্ক রাহানে, মণীশ পাণ্ডে, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, হর্ষিত রানার মতো খেলোয়াড়দের। KKR-র হাতে নিলামের জন্য ৬৪.৩০ কোটি টাকা এসেছে, যা ১০টি দলের মধ্যে সর্বোচ্চ।
চেন্নাই সুপার কিংসও কম চমক দেয়নি। সঞ্জু স্যামসন ট্রেড ডিল-র মাধ্যমে দলে যোগ দিলেও, আসন্ন মরসুমে CSK-র নেতৃত্বে থাকছেন ঋতুরাজ গায়কোয়াড়। ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র, আর অশ্বিন দীপক হুডা এবং স্যাম কারেনের মতো খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে CSK। পঞ্জাব কিংসও গ্লেন ম্যাক্সওয়েলকে ছেড়ে দিয়েছে। KKR এবং CSK-র হাতে ভাল অঙ্কের টাকা থাকায় দুই দলের মধ্যে নিলামে তীব্র দর কষাকষি দেখা যেতে পারে।