কত শতাংশ ইনিউমারেশন ফর্ম বিলি বাংলায়? জানাল কমিশন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২৪: বাংলায় ৯৯ শতাংশের বেশি ফর্ম বিলি হয়ে গিয়েছে, এই মর্মে রবিবার দুপুরে বিজ্ঞপ্তি দইয়ে জানিয়েছে নির্বাচন কমিশন। বাংলা ছাড়াও দেশের আরও ১১ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে SIR-র কাজ চলছে।
এখনও পর্যন্ত ৯৯.১৬ শতাংশের বেশি ফর্ম বিলি করা হয়ে গিয়েছে বাংলায়। সংখ্যাটা হল ৭ কোটি ৫৯ লক্ষ ৯৪ হাজার ৯৯৭। আন্দামান-নিকোবর, গুজরাত, মধ্যপ্রদেশে ৯৯ শতাংশের বেশি ফর্ম বিলি হয়েছে। ১০০ শতাংশ ফর্ম বিলি হয়েছে গোয়া এবং লক্ষদ্বীপে। তামিলনাড়ুতে এই হার বেশ কম, প্রায় ৯৩.৬৭ শতাংশ। গত বুধবার রাতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সমস্ত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের (ERO) সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেছিল। সেখানে দ্রুত ফর্ম বিলির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়।
৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্ম বিলি করা শুরু হয়েছে। ২০০২ সালের ভোটার তালিকা দেখে সেই অনুযায়ী এফর্ম পূরণ করতে হচ্ছে। তারপর তা জমা নিয়ে কমিশনের অ্যাপে তথ্য আপলোড করছেন BLO-রা। অনলাইনেও ফর্ম বিলি করা যাচ্ছে।