অবাক কাণ্ড! বঞ্চিত জীবিতরা, পুরুলিয়ায় ইনিউমারেশন ফর্ম এল মৃতদের নামে

November 16, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০:  ঠিক যেন ভূতুড়ে ঘটনা! মৃত পেলেন SIR-র ফর্ম। আর জীবিতদের নামে এল না কোনও ফর্ম। চিন্তায় বসিন্দারা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের আড়ষা ব্লকে।

রাজ্যজুড়ে জোরকদমে চলছে SIR। বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিলি করছেন BLO-রা। পূরণ করা ফর্ম আবার সংগ্রহ করছেন। এই আবহে সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ। পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের আড়ষা ব্লকে ২৫৩ নম্বর বুথের ভোটাররা ফর্ম পেয়েছেন। ওই বুথে ভোটার সংখ্যা ৬৯৭। তাঁদের মধ্যে অনেকেই এখন প্রয়াত। অভিযোগ, মৃতদের নামে SIR-র ফর্ম এসেছে। এবং তা পৌঁছে দিয়েছেন BLO-রা। আর যাঁরা জীবিত, তাঁরা ফর্ম পাননি!

জানা যাচ্ছে, জনৈকা রেণুকাবালা কুমার। গত বছর লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন তিনি। ২০২৪-র আগস্টে দুর্ঘটনায় মৃত্যু হয় রেনুকাবালার ছেলে দীনেশ কুমারে। ভোটার লিস্টে সেই ছেলে জীবিত। কিন্তু মৃত তাঁর মা। প্রয়াত দীনেশর নামে ফর্ম এসেছে। ফর্ম পাননি তাঁর জীবিত মা। এমন একটা বা দুটো নয়, একাধিক অভিযোগ এসেছে। জনৈক উমাচরণ কুমার, বেশ কয়েক বছর আগেই প্রয়াত হয়েছেন। কিন্তু ভোটার তালিকায় এখনও নাম রয়ে গিয়েছে। কিন্তু তাঁর পৌত্র সাহেব কুমারের নাম নেই। মৃত দাদুর নামে ফর্ম এলেও, জীবিত নাতির নাম কাটা গিয়েছে কমিশনের খাতায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen