আজ বাংলাদেশে হাসিনার রায়, উত্তাল ঢাকা, পরপর বিস্ফোরণে কাঁপছে ওপার বাংলার রাজধানী

November 17, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: আজ, সোমবার শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার আগে পরপর বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা। রবিবার গভীর রাতে একাধিক বোমা বিস্ফোরণ হয়েছে ঢাকায়। এখনও হতাহতের খবর মেলেনি। রবিবার রাত দেড়টা থেকে অশান্তি শুরু হয়েছে ঢাকায়। ঢাকা ও সংলগ্ন এলাকাগুলিতে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, রবিবার রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। মহম্মদ ইউনুসের পরামর্শদাতাদের একজনের বাড়ির বাইরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঢাকার তিতুমীর কলেজের মূল ফটকের সামনে এবং আমতলি মোড় এলাকায় বিস্ফোরণ ঘটেছে। বেশ কিছু এলাকায় বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

অশান্তি রুখতে তৎপর ঢাকা পুলিশ। কেউ যদি বাসে আগুন ধরাতে চায় বা ককটেল বোমা ছুড়তে যায়, তাহলে দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেনাবাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে সেনাসদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। তার পরও রবিবার রাত থেকে উত্তাল বাংলাদেশের রাজধানী।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা-সহ তিন আসামির বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়দান সরাসরি সম্প্রচারিত হবে। ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় দেখানো হবে রায়দান পর্ব। যার প্রেক্ষিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামি লিগ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen