বৃহস্পতিবার পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ কুমার?

November 17, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর আগামী ২০ নভেম্বর, বৃহস্পতিবার, পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শনিবার অমিত শাহর উপস্থিতিতে এনডিএ নেতারা বৈঠকে বসেছিলেন। সেখানেই ঠিক হয়েছে ফের নীতীশকেই মুখ্যমন্ত্রী করা হবে। ভোটের আগে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী দুজনেই বলেছিলেন, নীতীশ কুমারের নেতৃত্বে লড়বে এনডিএ জোট।

সোমবার সকালেই বিদায়ী মন্ত্রিসভার শেষ বৈঠক পরিচালনা করবেন নীতীশ। বৈঠকে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার প্রস্তাব অনুমোদন হওয়ার পর রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে পদত্যাগপত্র দেবেন তিনি। একই সঙ্গে একটি প্রস্তাব পাশ হবে যাতে নিতীশ কুমারকে বিদায়ী বিধানসভা ভেঙে দেওয়ার প্রস্তাব নিয়ে রাজভবনে যাওয়ার ‘অধিকার’ দেওয়া হবে বলে জানিয়েছে এক জেডিইউ নেতা।

রবিবার সদ্য নির্বাচিত বিধায়কদের তালিকা নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিং গুঞ্জিয়াল। তথ্য অনুযায়ী, ২৪৩ আসনের বিধানসভায় ২০২টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরেছে এনডিএ। বিজেপি পেয়েছে ৮৯, জেডিইউ ৮৫, চিরাগ পাসওয়ানের এলজেপি (আরভি) ১৯, আর ছোট অংশীদার হ্যাম ও আরএলএম মিলে ৯ আসন।
সরকার গঠনের প্রস্তুতি চলার পাশাপাশি দিল্লিতে এনডিএ সমন্বয় বৈঠকে ছিলেন জেডিইউ-র কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় কুমার ঝা। পরে তিনি জানান, কয়েক দিনের মধ্যেই নতুন সরকার গঠিত হবে। এনডিএ যে প্রতিশ্রুতিগুলি দিয়েছে, সেগুলি পূরণ করাই হবে প্রধান লক্ষ্য।

বিহারে সরকার গঠনের বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের জন্য দিল্লিতে রয়েছেন জেডিইউ-এর কার্যকরী সভাপতি সঞ্জয় কুমার ঝা। রবিবার নীতিশ কুমারের সঙ্গে দেখা করেন। ঝা জানিয়েছেন, ‘কয়েক দিনের মধ্যেই নতুন সরকার গঠিত হবে। আপনারা যথাসময়ে বিস্তারিত জানতে পারবেন। এনডিএ-র ইশতেহারে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা আমরা পূরণ করব।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen