১৯৯৮–এর পর আবার! হালান্ড ঝড়ে ২৮ বছর পরে বিশ্বকাপে ফিরল নরওয়ে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৫: ফুটবল বিশ্বের অন্যতম চমক এখন নরওয়ে। প্রায় তিন দশক পরে ফুটবল বিশ্বকাপে ফেরার স্বপ্ন এবার সত্যি করল নরওয়ে। ইউরোপীয় বাছাইপর্বের রবিবার রাতের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ইটালিকে ৪-১ ব্যবধানে হারিয়ে বহু প্রতীক্ষার বিশ্বকাপ টিকিট নিশ্চিত করেছে তারা। ম্যাচের নায়ক স্বভাবতই আর্লিং হালান্ড—দুরন্ত জোড়া গোল করে দলকে খরা কাটানোর পথে নিয়ে যান তিনি।
১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে জায়গা পেল নরওয়ে। এদিন ‘আই’ গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে নিজের ঘরের মাঠেই প্রতিপক্ষ ইটালিকে চাপে রাখতে থাকে তারা। যদিও ম্যাচের শুরুটা ছিল আজ্জুরিদের। মাত্র ১১ মিনিটে এসপোসিতোর গোলে এগিয়ে যায় চার বারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধ জুড়ে ইটালির দাপটই ছিল বেশি।
কিন্তু বিরতির পরে বদলে যায় ম্যাচের চেহারা। ৬৩ মিনিটে নুসার গোল নরওয়েকে সমতায় ফেরায়। এরপর ৭৮ মিনিটে হালান্ড গোল করে দলকে এগিয়ে দেন, আর এক মিনিট পর আবারও স্কোরশিটে তার নাম। যোগ করা সময়ে (৯০+৩) নরওয়ের হয়ে চতুর্থ গোলটি করেন জার্গেন স্ট্র্যান্ড। বাছাইপর্বে মোট ১৬ গোল করে ইতিমধ্যেই নিজেকে আলাদাভাবে তুলে ধরেছেন হালান্ড; তাকে ঘিরে নতুন স্বপ্নে ভাসছে নরওয়ের সমর্থকরা।
অন্যদিকে, টানা ব্যর্থতার ছাপ আরও গাঢ় হচ্ছে ইটালির ফুটবলে। দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে গেলেও ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে যোগ্যতা অর্জন না করা ইতালির সামনে আবারও অনিশ্চয়তার মেঘ। ২০২৬ বিশ্বকাপে আদৌ তাদের দেখা যাবে কি না সেটাই এখন বড় প্রশ্ন।