শাড়ি বিতর্কই টার্নিং পয়েন্ট! এবার নায়কের চরিত্রে বড় পর্দায় ফিরছেন ঋজু

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩১: বিতর্ক কখন যে আশীর্বাদ হয়ে ফিরে আসে, তা হয়তো সবচেয়ে ভাল বুঝেছেন অভিনেতা ঋজু বিশ্বাস। বেশ কয়েক মাস পর্দা থেকে দূরে থাকার পর তিনি ফের খবরের শিরোনামে উঠে এসেছিলেন, শুধুমাত্র একটি বাক্যের জন্য— “You look good in saree।” সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মহিলাকে পাঠানো তাঁর এই মেসেজ ঘিরেই তৈরি হয়েছিল তুমুল বিতর্ক। সমালোচনা, বিরূপ মন্তব্য, প্রশ্ন— সবকিছুর মাঝেও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন ঋজু। আর ঠিক সেই বিতর্কই যেন খুলে দিল তাঁর কেরিয়ারের নতুন দরজা।
ঋজুর কামব্যাক হচ্ছে পরিচালক শৌভিক ভট্টাচার্যের নতুন ছবি ‘উপসংহার’-এর মাধ্যমে। এই ছবিতেই গুরুত্বপূর্ণ নায়কের চরিত্রে দেখা যাবে তাঁকে। সবথেকে আকর্ষণীয় বিষয় হল, যে বাক্যটি তাঁকে বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছিল, সেই বাক্যই ‘ট্যাগলাইন’ হিসেবে এবার জায়গা করে নিয়েছে ছবির সংলাপে। ছবিতে স্ত্রীকে উদ্দেশ করে ঋজুর মুখেই শোনা যাবে সেই সংলাপ— “শাড়িতে তোমাকে ভালো লাগছে।” নির্মাতাদের বিশ্বাস, এই সংলাপই হয়ে উঠবে ছবির ক্যাচলাইন।
এই ছবিতে ঋজুর সঙ্গেই রয়েছেন অভিনেত্রী পায়েল এবং প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। দাম্পত্য, ত্রিকোণ প্রেম, বন্ধুত্ব— মানবসম্পর্কের জটিল রসায়নকে কেন্দ্র করেই এগোবে গল্প। মূলত ফিল্ম ফেস্টিভ্যালকে লক্ষ্য করে নির্মিত হচ্ছে প্রকল্পটি। ইতিমধ্যেই শুটিং প্রায় শেষের পথে, খুব শিগগিরিই শুরু হবে ডাবিংয়ের কাজ।
বিতর্ক যে কখনও কখনও শিল্পীর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে, সেটাই হয়তো আবার প্রমাণ হল ঋজুর জীবনে। যে মেসেজ তাঁকে রাতারাতি সমালোচনার মুখে ফেলে দিয়েছিল, সেই মেসেজই আজ তাঁর কামব্যাকের হাতিয়ার। বহুদিন পর আবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। সব মিলিয়ে শাড়ি বিতর্কই যেন ঋজুর জীবনে হাসি ফোটাল।