এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত সূচনা, বাম খাতুনকে ৩-১ গোলে হারাল ইস্টবেঙ্গলের মেয়েরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫৯: এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ‘বি’ এর অভিযান দুর্দান্তভাবে শুরু করলো ইস্টবেঙ্গল মহিলা দল। চীনের উহানের হ্যাংকৌ কালচারাল স্পোর্টস সেন্টারে সোমবার ইরানের বাম খাতুনকে ৩-১ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করল অ্যান্টনি অ্যান্ড্রুসের মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ‘মশাল গার্লস’-রা। শিলকি হেমন ও ফাজিলা ইকওয়াপুট পরপর দুইটি গোল করে ইস্টবেঙ্গলকে ২-০ এগিয়ে দেন। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই পেনাল্টি থেকে ব্যবধান কমান বাম খাতুনের মোনা হামৌদি। ফলে বিরতিতে স্কোরলাইন দাঁড়ায় ২-১।
দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও শেষ দিকে নিজের ছাপ রাখেন রেসটি নানজিরি। তাঁর দূরপাল্লার গোলেই আবার দুই গোলে এগিয়ে যায় লাল-হলুদ বাহিনী এবং শেষ পর্যন্ত সেই লিড বজায় রেখেই মাঠ ছাড়ে ভারতীয় চ্যাম্পিয়নরা।
এই জয়ের ফলে গ্রুপে ভালো অবস্থান তৈরি করল ইস্টবেঙ্গল। আগামী ২০ নভেম্বর লাল – হলুদের মেয়েরা মুখোমুখি হবে চীনের উহান জিয়াংদার, এরপর রবিবার প্রতিপক্ষ উজবেকিস্তানের নাসাফ। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে, পাশাপাশি সেরা দুটি তৃতীয় স্থানের দলও শেষ আটে প্রবেশ করবে।
মেয়েদের এশিয়ায় নিজেদের প্রথম বড় মঞ্চে দারুণ সূচনা—আত্মবিশ্বাসে ভরপুর ইস্টবেঙ্গল এখন তাকিয়ে পরের চ্যালেঞ্জের দিকে।