১৩ দিনের অনশনের শেষে ঠাকুরবাড়িতে হঠাৎ অসুস্থ মমতাবালা ঠাকুর, ভর্তি হাসপাতালে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৭: মতুয়া সম্প্রদায়ের মধ্যে এসআইআর নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই বড়সড় চাঞ্চল্য। টানা ১৩ দিনের অনশনের জেরে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি এবং রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে অনশন প্রত্যাহারের কথা থাকলেও, তার আগেই মঞ্চেই তাঁকে স্যালাইন দিতে হয়। পরে দ্রুত বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
এসআইআর চালুর ফলে বহু মানুষের নাম নথিভুক্ত না-হওয়ার আশঙ্কা থেকেই মতুয়ারা দীর্ঘদিন ধরে প্রতিবাদে সরব। সেই কারণেই ঠাকুরবাড়িতে মমতাবালাপন্থী গোষ্ঠীর অনশন চলছিল আমরণ ধর্মঘটের আকারে। যদিও প্রথম দিকের ১৫ জন অনশনকারীর মধ্যে বেশ কয়েকজন আগেই শারীরিক অসুস্থতার কারণে অনশন তুলে নিয়েছিলেন। কিন্তু মমতাবালা ঠাকুর-সহ আরও ১০ জন শেষ পর্যন্ত অবস্থান চালিয়ে যান।
রবিবার সন্ধ্যায় পরিস্থিতির মোড় ঘোরে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো বার্তা নিয়ে দলের প্রতিনিধি দল ঠাকুরবাড়িতে পৌঁছয়। সেই চিঠিকে সম্মান জানিয়ে রাতে অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন মমতাবালা।
কিন্তু সোমবার বেলা ১২টার আগে হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। মঞ্চেই লেবুর রস খাইয়ে অনশন ভঙ্গ করান অন্য গোঁসাইরা। এরপর অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকদের মতে, দীর্ঘ উপোসে দুর্বলতা ও শারীরিক জটিলতাই অসুস্থতার কারণ।
হাসপাতালে নিয়ে যাওয়ার আগে মমতাবালা বলেন, “এতদিন কিছু না খেয়ে থাকার ফলেই শরীর ভেঙে পড়েছে। দুর্বল লাগছে, আরও কিছু সমস্যা হচ্ছে।”