‘SIR-র অতিরিক্ত চাপ, কেরলে BLO-র আত্মহত্যার ঘটনায় কাজ বয়কট আধিকারিকদের

November 17, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৫: কেরলে SIR-র কাজ নিয়ে দেখা দেয় চরম অস্থিরতা। সোমবার বুথ স্তরের আধিকারিকরা (BLO) কাজ বয়কটের ডাক দেন। কারণ হিসেবে উঠে এসেছে অতিরিক্ত কাজের চাপ। রবিবার কান্নুরে অনীশ জর্জ (Anish George) নামে এক বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

৪৪ বছরের অনীশ পেশায় শিক্ষক ছিলেন। তাঁর পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, এসআইআরের (SIR) কাজের চাপেই আত্মঘাতী হয়েছেন তিনি। পরিবারের দাবি, কাজ শেষ করার তাগাদা দিতে ঊর্ধ্বতন কর্তারা বারবার ফোন করতেন। নাওয়া-খাওয়ার সময়ও পাননি তিনি। সোমবার তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

এই ঘটনার পরেই শিক্ষক ও সরকারি কর্মীদের সংগঠনগুলি তিরঅনন্তপুরমে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। দাবি ওঠে, অতিরিক্ত কাজের চাপ দেওয়া চলবে না। রাজ্যের বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবী সংগঠনও প্রতিবাদে সামিল হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen