Weather Update: কুয়াশার দাপট বাড়ছে ও কনকনে ঠান্ডা রাজ্যজুড়ে
November 18, 2025
|
< 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি বদলে গিয়েছে। তাপমাত্রা তো বেড়েছেই, সঙ্গে ভোরের দিকে কুয়াশার দাপটও বেড়েছে। রাজ্যে ২-৩ ডিগ্রি পারদ চড়বে আগামী ২ দিন। কুয়াশার দাপট বাড়বে উপকুলের জেলাগুলোতেও।
রাজ্যের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। বুধবার পর্যন্ত রাজ্যের প্রত্যেক জেলায় ভোরের দিকে কুয়াশা থাকবে।