India-America Trade Deal: প্রায় চূড়ান্ত ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৫: ভারত ও আমেরিকার (India-America Trade Deal) মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম ধাপ খুব শীঘ্রই চূড়ান্ত হতে চলেছে, এমন খবর মিলছে। শীঘ্রই ঘোষণা হবে বলে আশাবাদী তথ্যাভিজ্ঞমহল। এখন ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১৯১ বিলিয়ন ডলার। নতুন চুক্তির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়িয়ে ৫০০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া। বাদাম, পেস্তাবাদাম, আপেল, ইথানল ও জেনেটিক্যালি মডিফায়েড ফসলের জন্য ভারতের বাজারে আরও সুযোগ চাইছে মার্কিন মুলুক।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। ২৫ শতাংশ শুল্কের পর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোনহয়েছিল রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার কারণে শাস্তি স্বরূপ। এর জেরে ভারতের রপ্তানি বাণিজ্য ধাক্কা খায়। নয়া চুক্তির মাধ্যমে পরিস্থিতি সহজ করার চেষ্টা হচ্ছে।
শোনা যাচ্ছে, প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির দুটি অংশ রয়েছে। একটি অংশের আলোচনা সময়সাপেক্ষ। কিন্তু পাল্টা শুল্ক নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলেই দাবি নানা মহলের। মূলত শুল্ক কমানোর ওপরই ভিত্তি করেই প্রথম ধাপে এগোচ্ছে ভারত, এমন খবর পাওয়া গিয়েছে।
চুক্তি ঘোষণার দিন দুই দেশ ঠিক করবে। ইতিমধ্যেই ছয় দফা আলোচনা সম্পন্ন হয়েছে। গত অক্টোবরে ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়ালের নেতৃত্বাধীন প্রতিনিধি দল ওয়াশিংটনে তিন দিন ধরে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। অন্যদিকে, ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ২০২৬ থেকে আমেরিকা থেকে এক বছরের জন্য রান্নার গ্যাস (LPG) আমদানির চুক্তি করেছে। যদিও তা সরাসরি বাণিজ্য চুক্তির অংশ নয়।