শহরজুড়ে যানজট কমাতে বড় উদ্যোগ পুরসভার

November 18, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১০:  কলকাতায় যানজট কমাতে বড়সড় উদ্যোগ নিল কলকাতা পুরসভা। শহরজুড়ে একাধিক রাস্তা চওড়া ও নতুন সংযোগ পথ তৈরি করার পরিকল্পনা নিয়েছে KMC। দীর্ঘদিনের অভিযোগ ছিল, প্রয়োজনের তুলনায় রাস্তাঘাট কম এবং জনঘনত্ব দ্রুত বাড়ছে। ব্যস্ত সময়ে সেই চাপেই শহরের নানা এলাকায় নিয়মিত জট তৈরি হয়। যায় মাঝে রাস্তায় গর্তের সমস্যাও রয়েছে। এই পরিস্থিতি সামলাতেই বড় পরিসরের রাস্তাঘাট সংস্কার ও প্রসারণের উদ্যোগ নিয়েছে প্রশাসন।

পুরসভা সূত্রে জানা গেছে, রাসবিহারীর পণ্ডিতিয়া রোডের একটি বাই লেন ৩০ ফুট পর্যন্ত চওড়া করা হবে। এই পথ তৈরি হলে রাসবিহারী মোড় থেকে গড়িয়াহাটের যানচাপ কিছুটা কমবে বলে আশা। ইএম বাইপাসের পাশে মিলন মেলার পশ্চিম দিক থেকে সায়েন্স সিটি হয়ে পার্ক সার্কাস কানেক্টর পর্যন্ত রিং রোডের আদলে নতুন সংযোগ পথ তৈরির অনুমোদনও মিলেছে।

ইএম বাইপাস-প্রিন্স আনোয়ার শাহ রোড সংযোগের নীচে জীবনানন্দ সেতু থেকে সেলিমপুর রোড পর্যন্ত ৩০ ফুট চওড়া নতুন রাস্তা করা হবে। বেলেঘাটা ক্যানাল সাউথ রোডে চিংড়িঘাটা থেকে শিয়ালদহ পর্যন্ত ৫০ ফুট প্রশস্ত রাস্তা গড়ার পরিকল্পনাও পাকা হয়েছে। চাউলপট্টি রোডকেও ৩০ থেকে ৪০ ফুট পর্যন্ত চওড়া করা হবে।

এ ছাড়া ইএম বাইপাসের লাগোয়া মঠেশ্বরতলা এবং চক গড়িয়া এলাকায় প্রায় ২০ ফুট চওড়া দুটি নতুন সংযোগকারী রাস্তা তৈরি হবে। পুরসভা সূত্রের দাবি, ওই অঞ্চলে ভবিষ্যতে বড় আবাসন প্রকল্প গড়ে উঠবে। তাই আগে থেকেই পরিকাঠামো শক্তিশালী করা হচ্ছে।

সব মিলিয়ে পুরসভার আশা, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে শহরের যান চলাচল অনেকটাই স্বস্তির হবে। এছাড়াও ব্যস্ত সময়ে নিয়মিত যানজটের সমস্যা কিছুটা হলেও কমবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen