নতুন এসি লোকাল চালু, বাড়ল ট্রেন পরিষেবা: দমদম-বিধাননগরে প্ল্যাটফর্ম নির্দিষ্ট করল রেল

November 18, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১২: শিয়ালদহ সেকশনের (Sealdah Section) যাত্রীদের জন্য একগুচ্ছ নতুন উদ্যোগ ঘোষণা করল পূর্ব রেল। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে নতুন এসি লোকাল ট্রেন (AC local train) চালু, বিদ্যমান ট্রেনের সময়সূচি ও রুট সম্প্রসারণ এবং দমদম ও বিধাননগর স্টেশনে ট্রেনের প্ল্যাটফর্ম পুনর্নির্ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়।

শিয়ালদহ থেকে কল্যাণী ও কৃষ্ণনগর পর্যন্ত নতুন এসি লোকাল (AC Local) ট্রেন চালু হচ্ছে।

– শিয়ালদহ থেকে কল্যাণী: বিকেল ৩.১০-এ ছাড়বে; বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি ও কাঁচরাপাড়া স্টেশনে দাঁড়াবে।
– কল্যাণী থেকে শিয়ালদহ: ভোর ৫.০২-এ ছাড়বে; উল্টোদিকে একই স্টেশনে থামবে।
– শিয়ালদহ থেকে কৃষ্ণনগর: দুপুর ১১.৫৫-এ ছাড়বে; একই সঙ্গে কল্যাণী, চাকদহ, রানাঘাটসহ একাধিক স্টেশনে বিরতি থাকবে।
– কৃষ্ণনগর থেকে শিয়ালদহ এসি লোকাল: বিকেল ৩.৫৭-এ ছাড়বে।

রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ এবং শিয়ালদহ-বনগাঁ এসি লোকালগুলিও এখন থেকে গোপালনগর ও বামনগাছি স্টেশনে থামবে।

বিধাননগর ও দমদমে প্ল্যাটফর্ম পরিবর্তন

রেল জানায়, যাত্রী বিভ্রান্তি এড়াতে ও চাপ কমাতে এখন থেকে এই দুই ব্যস্ত স্টেশনে নির্দিষ্ট ট্রেনের জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম নির্ধারণ হয়েছে।

বিধাননগর স্টেশন:

– ব্যারাকপুরগামী সব ট্রেন: ১ নম্বর প্ল্যাটফর্ম।
– ক্যান্টনমেন্ট, ডানকুনি, দমদম জংশনগামী ও এক্সপ্রেস ট্রেন: ২ নম্বর প্ল্যাটফর্ম।
– কৃষ্ণনগর, কাটোয়া ও বারুইপাড়া ট্রেনগুলির নির্দিষ্ট সময় অনুযায়ী ১ বা ২ নম্বর প্ল্যাটফর্মে থামবে।

দমদম স্টেশন:

– ব্যারাকপুরমুখী ট্রেন: ১ নম্বর প্ল্যাটফর্ম।
– ক্যান্টনমেন্ট, ডানকুনি, দমদম জংশন ও সব এক্সপ্রেস ট্রেন: ৩ নম্বর প্ল্যাটফর্ম।
– সার্কুলার লাইনের ট্রেন: ৪ নম্বর প্ল্যাটফর্ম।

নতুন প্যাসেঞ্জার ট্রেন ও রুট সম্প্রসারণ

দু’টি নতুন প্যাসেঞ্জার পরিষেবা শুরু হচ্ছে

– দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ: রাত ৮.০৫-এ ছাড়বে, প্রতিদিন চলবে।
– বনগাঁ থেকে বারাসত: রাত ১০টায় ছাড়বে, প্রতিদিন চলবে।

এছাড়া কয়েকটি লোকালের রুট বাড়ানো হয়েছে:
– বিবাদীবাগ-ব্যারাকপুর লোকাল এখন কল্যাণী পর্যন্ত যাবে।
– ব্যারাকপুর-শিয়ালদহ লোকাল এখন কল্যাণী থেকে ছাড়বে।
– হাসনাবাদ-বারাসত লোকাল এখন দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen