২২ বছর পর ফুটবল মাঠে বাংলাদেশের কাছে লজ্জার হার ভারতের

November 18, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৫৬: বাংলাদেশের বিরুদ্ধে লজ্জার হার ভারতের। ২২ বছর পর ভারতের বিরুদ্ধে ফুটবলে জয় পেল ওপার বাংলার টাইগাররা। মঙ্গলবার ঢাকায় হামজা চৌধুরীদের বিরুদ্ধে ১-০ গোলে হারল সুনীল ছেত্রীহীন ভারত।

২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বে পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ জিতল পাঁচ ম্যাচ পর। আজকের আগে সর্বশেষ গত জুনে প্রীতি ম্যাচে ভুটানকে ২–০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

দুই দল আগেই ছিটকে গিয়েছে প্রতিযোগিতা থেকে। তবুও এই লড়াইয়ের আগে ‘যুদ্ধের আঁচ’ ছিল। সেটার জন্য অনেকাংশে দায়ী দু’দেশের কূটনৈতিক পরিস্থিতিও। কিন্তু এদিন খেলার মাঠে সেই যুদ্ধের আঁচ দেখাতে পারল না সুনীল ছেত্রীহীন তরুণ ভারতীয় শিবির। ম্যাচের শুরুটা খালিদ জামিলের টিম ইন্ডিয়া ঝকঝকেই করে। শুরুর দিকে সুযোগও আসছিল। কিন্তু ১২ মিনিটে খানিকটা খেলার গতির বিপরীতে গিয়েই প্রথম গোলটি করে বাংলাদেশকে ঐতিহাসিক এগিয়ে দেন রাকিব হোসেন।

ফর্মে থাকা হামজা চৌধুরী বা অধিনায়ক সোহেল রানার মতো তারকারা যখন মাঝমাঠে ভারতের রক্ষণ ভাঙার চেষ্টা করছেন, ঠিক তখনই রাকিবের বুদ্ধিদীপ্ত ফিনিশিং ভারতকে খানিকটা হতবাক করে দেয়। এই হারের ফলে এশিয়ান কাপের গ্রুপ পর্বে সবার শেষে নেমে গেল টিম ইন্ডিয়া। এরপর ওই জায়গা থেকে ওঠার সম্ভাবনাও কম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen