ইনিউমারেশন ফর্ম বিলিতে পিছিয়ে কলকাতা? ২৬ নভেম্বরের মধ্যে ফর্ম বিতরণ শেষ করতে নির্দেশ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:২০: ইনিউমারেশন ফর্ম (Enumeration Form) বিলির নিরিখে পিছিয়ে রয়েছে কলকাতা। মঙ্গলবার, কলকাতায় কমিশনের প্রতিনিধিদল জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করে। সূত্রের খবর, বৈঠকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে হাজির ছিলেন, রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরের আধিকারিক (CEO), উত্তর এবং দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা।
আগামী ২৬ নভেম্বরের মধ্যে ফর্ম বিলি শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে BLO-দের। BLO-দের কাজে সাহায্য করতে হবে ERO, AERO, BLO সুপারভাইজারদের, এই মর্মেই নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, কলকাতার অনেক এলাকায় ফর্ম বিলি করতে গিয়ে সমস্যায় পড়ছেন BLO-রা। অনেকের নাম, ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না।
ফর্ম বিলি, সংগ্রহ এবং আপলোড করায় রাজ্যে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর। কমিশনের তথ্য অনুসারে, বাংলায় এখনও পর্যন্ত ৭ কোটি ৬৩ লক্ষ ৬৩ হাজারের বেশি ইনিউমারেশন ফর্ম বিলি শেষ হয়েছে। যা ৯৯ শতাংশেরও বেশি। বিএলও অ্যাপে আপলোড হয়েছে প্রায় ৬ কোটি ভোটারের নাম। ম্যাপিংয়ে যাঁদের মিল থাকবে না, তাঁদের নোটিশ দিয়ে নথি চাইবে কমিশন। নথি যাচাইয়ের দায়িত্বে থাকবেন ERO এবং AERO-রা। তাঁরাই সিদ্ধান্ত নেবেন কোনও ব্যক্তির নাম শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় থাকবে কি না।