দেড় লক্ষের কুরাসাও—সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে

November 19, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: ফুটবলের ইতিহাসে এক অসাধারণ অধ্যায় রচিত হলো মঙ্গলবার। মাত্র ১ লাখ ৫৬ হাজার মানুষের দ্বীপরাষ্ট্র কুরাসাও প্রথমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিল। কিংস্টনে জামাইকার বিপক্ষে রুদ্ধশ্বাস ০-০ ড্র-ই তাদের এনে দিল ২০২৬ বিশ্বকাপের টিকিট।

ম্যাচে দ্বিতীয়ার্ধ জুড়ে জামাইকার তীব্র চাপ সামলে শেষ পর্যন্ত নিজেদের কাঙ্ক্ষিত ফল ধরে রাখে ‘ব্লু ওয়েভ’ নামেই পরিচিত কুরাসাও দলটি। এই ড্রয়ের ফলে তারা বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ ‘বি’ থেকে ৬ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে শেষ করে। ঠিক এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থেকে বিদায় নেয় শক্তিশালী জামাইকা।

২০২৬ বিশ্বকাপ আমেরিকা, কানাডা ও মেক্সিকো—এই তিন দেশে যৌথভাবে অনুষ্ঠিত হবে এবং প্রথমবারের মতো দলসংখ্যা বেড়ে হবে ৪৮টি। আর সেই আসরে জায়গা করে নিয়েই কুরাসাও হয়ে উঠেছে ইতিহাসের সবচেয়ে ছোট দেশ, যারা বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল।

এর আগে এই রেকর্ড ছিল আইসল্যান্ডের, যারা ২০১৮ রাশিয়া বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছিল প্রায় ৩.৫ লাখ জনসংখ্যা নিয়ে। সেই রেকর্ডকেও পেছনে ফেলে আজ নতুন গল্প লিখল ক্যারিবিয়ান সাগরের ছোট এই দ্বীপরাষ্ট্র।

কুরাসাওয়ের এই যাত্রা ফুটবল বিশ্বের কাছে নিঃসন্দেহে এক ‘অনুপ্ররণার গল্পের’ মতো—যেখানে সীমাহীন স্বপ্ন আর লড়াই একসঙ্গে মিলেছে ইতিহাস গড়ার দৃঢ়তায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen