BLO-সহ ২৮ জনের মৃত্যু, নির্বাচন কমিশনের কাছে SIR বন্ধের আর্জি মমতার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১২: SIR-র কাজ চলছে বঙ্গে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি ও তা জমা নেওয়ার কাজ করছেন BLO-রা। অফিসের কাজ সামলে এ কাজ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। মালবাজারে বাড়ি থেকে উদ্ধার হল এক মহিলা BLO-র ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, SIR সংক্রান্ত কাজের চাপেই এই আত্মহত্যা। জানা গিয়েছে, মৃতার নাম শান্তিমণি এক্কা। মালবাজারের রাঙামাটি পঞ্চায়েতের বাসিন্দা তিনি। রাজ্যে SIR-র আতঙ্কে একের পর এক মৃত্যুর অভিযোগ উঠছে। অনেকেই ভয় থেকে আত্মহত্যা করছেন। কাজের চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগও উঠেছে আগে। ফর্ম বিলি করতে করতে পূর্ব বর্ধমানের এক BLO-র স্ট্রোক হয়ে মৃত্যুর অভিযোগ উঠেছিল। একাধিক BLO-র অসুস্থ হয়ে যাওয়ার খবরও মিলেছে। যা নিয়ে সরব হলেন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
X হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, ‘‘গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত। আজ আবারও, আমরা জলপাইগুড়ির মালে একজন বুথ লেভেল অফিসারকে হারিয়েছি। একজন অঙ্গনওয়াড়ি কর্মী, SIR সংক্রান্ত কাজের অসহনীয় চাপের মুখে আত্মহত্যা করেছিলেন। SIR শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যেই ২৮ জন প্রাণ হারিয়েছেন, কেউ কেউ ভয় এবং অনিশ্চয়তার কারণে, আবার কেউ কেউ চাপ এবং অতিরিক্ত কাজের কারণে।’’
তিনি আরও লিখছেন, ‘‘তথাকথিত নির্বাচন কমিশন তরফে চাপানো অপরিকল্পিত, নিরলস কাজের চাপের কারণে এত মূল্যবান জীবন চলে যাচ্ছে। আগে যে প্রক্রিয়ায় তিন বছর সময় লাগত, এখন রাজনৈতিক প্রভুদের খুশি করার জন্য নির্বাচনের প্রাক্কালে ২ মাস সময় বেঁধে দেওয়া হচ্ছে, বিএলওদের উপর অমানবিক চাপ দেওয়া হচ্ছে।’’
নির্বাচন কমিশনের কাছে SIR বন্ধের আর্জি জানিয়েছেন মমতা। তিনি লিখছেন, ‘‘আমি ইসিআইকে বিবেকের সঙ্গে কাজ করার এবং আরও প্রাণহানির আগে এই অপরিকল্পিত অভিযান অবিলম্বে বন্ধ করার আবেদন জানাচ্ছি।’’