গুয়াহাটি যাচ্ছেন শুভমন! আদৌ কি মাঠে নামতে পারবেন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪০: শুভমন গিলকে ঘিরে তৈরি হওয়া উদ্বেগের মাঝেই আশার বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। জানানো হয়েছে, বুধবারই তিনি দলের সঙ্গে গুয়াহাটির উদ্দেশে রওনা দেবেন এবং দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া যাওয়ার সম্ভাবনাও এখনও রয়েছে। বুধবার দুপুরে বোর্ডের সরকারি বিবৃতিতে জানানো হয়, ইডেনে দ্বিতীয় দিনের খেলা শেষে ঘাড়ের ব্যথার কারণে শুভমনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসার পর পরদিনই তাঁকে ছেড়ে দেওয়া হয় এবং চিকিৎসায় ইতিবাচক সাড়া মিলেছে।
বোর্ড জানিয়েছে, তাঁর ঘাড়ের চোটে চিকিৎসকেরা নিয়মিত নজর রাখবেন। সেই রিপোর্টের ভিত্তিতেই ঠিক হবে তিনি গুয়াহাটির টেস্টে খেলতে পারবেন কি না। অর্থাৎ ভারত অধিনায়ক এখনও ম্যাচ থেকে ছিটকে যাননি।
শনিবার ঘুম থেকে ওঠার পরই তীব্র ব্যথা অনুভব করেন শুভমন। ব্যথানাশক ওষুধ নিয়েও উপশম হয়নি। ব্যাট করতে নামার আগেও ওষুধ খেয়েছিলেন তিনি। অথচ সাইমন হারমারের তৃতীয় বলে স্লগ সুইপ করতে গিয়েই ব্যথা চরমে ওঠে। ফিজিয়ো মাঠে এসে পরীক্ষা করে তাঁকে অবিলম্বে মাঠের বাইরে পাঠান। ঘাড় ঘোরাতে না পারা এবং মেরুদণ্ডে চাপ—দুটি সমস্যাই স্পষ্ট ছিল।
হাসপাতালে তাঁর এমআরআই করা হয় এবং দেখা যায় ঘাড়ের শক্ত হয়ে যাওয়ার আগের আঘাতের সঙ্গে মিল রয়েছে। রবিবার সন্ধ্যায় তিনি হাসপাতাল থেকে ছাড়া পান এবং দলের হোটেলে ফিরেও ম্যাচের হার দেখে মন খারাপ করেন। দুই ইনিংসেই ভারতকে ১০ জনে ব্যাট করতে হওয়ায় হতাশ হন অধিনায়ক। খেলা শেষে সৌরভ গঙ্গোপাধ্যায় হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। শুভমন তাঁকে জানান, হাসপাতালে দমবন্ধ লাগছে এবং তিনি দলের সঙ্গেই থাকতে চান। সেই কারণেই দ্রুত তাঁকে ছেড়ে দেওয়া হয়।